টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করায় সুপার টুয়েলভ নিশ্চিত করতে তৃতীয় ম্যাচ পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত প্রাথমিক পর্বের শেষ ম্যাচ জয় পেয়ে টাইগাররা বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষে হিসেবে থাকছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত হয়। তবে গ্রুপ চ্য্যাম্পিয়ন না গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামবে তা জানার জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল স্কটল্যান্ড-ওমানের মধ্যকার ফলের জন্য। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে স্কটলান্ডের জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার টুয়েলভে পা রাখলো বাংলাদেশ। এর ফলে সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
সুপার টুয়েলভে গ্রুপ-১ তে খেলবে বাংলাদেশ। এখানে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন।
গ্রুপ পর্ব থেকে ইতিমধ্যে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিতব্য দুই ম্যাচের পর জানা যাবে ‘এ’ গ্রুপ শ্রীলঙ্কার সাথে সুপার টুয়েলভে যাবে এবং বাংলাদেশের সঙ্গী কে হবে।
এখন পর্যন্ত সুপার টুয়েলভে গ্রুপ-১ এ বাংলাদেশ ছাড়া কোনো এশিয়ান দল নেই। যদি প্রাথমিক পর্বের গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা হয়, তবেই সুপার টুয়েলভে এশিয়ান দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে জিতেছে বাংলাদেশ। সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ।
ধারণা করা হয়েছিল প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করবে বাংলাদেশ। তবে বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারায় গ্রুপ রানার্স আপ হয়েই সুপার টুয়েলভ খেলতে হচ্ছে।
সুপার টুয়েলভে বাংলাদেশের সূচি
২৪ অক্টোবর- বাংলাদেশ বনাম ‘এ-১’, শারজাহ
২৭ অক্টোবর- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, আবুধাবি
২৯ অক্টোবর- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, শারজাহ
২ নভেম্বর- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, আবুধাবি
৮ নভেম্বর- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, দুবাই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]