টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচে বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছে। তাই তো ধারণা ছিল ম্যাচ শেষে বেশ হাসি মুখেই সংবাদ সম্মেলনে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে হাস্যোজ্জ্বল চেহারা নয়, বেশ গম্ভীর এক ভাব নিয়ে এসেছিলেন তিনি। জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর চারদিক আসা সমালোচনা তাদেরকে কষ্ট দিয়েছে।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর স্বাগতিক ওমানের বিপক্ষে বেশ প্রথমদিকে বেশ চাপে ছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ওমানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে অনায়াসে জয় তুল নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের বড় স্কোর করার পথে ২৮ বলে ৫০ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সংবাদ সম্মেলনের শুরু থেকেই জানালেন কতটা কষ্ট পেয়েছেন তারা।
বলেন, ‘শক্ত হওয়াটাই মনে হয় স্বাভাবিক। ঠিকাছে, আমরা মানুষ, আমরাও ভুল করি। একদম ছোট করে ফেলা ঠিক না। কারণ এটা আমাদের দেশ, আমরা সবাই একসঙ্গে (আছি)। আমি সব সময় এই কথাটা বলি। পুরো দেশকে প্রতিনিধিত্ব করছি, এটা আমাদের মাথায় থাকে।’
সমালোচনার নামে ক্রিকেটারদের ছোট করে ফেলা উচিত না বলে জানান রিয়াদ। এ বিষয়ে রিয়াদ বলেন, ‘আমাদের চেয়ে অনুভূতি কারো বেশি না আমার মনে হয়। সমালোচনা অবশ্যই হবে। খারাপ খেলেছি, কিন্তু একবারে ছোট করে ফেলা ঠিক না। এটা আমাদের সবারই খারাপ লেগেছে।’
স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে সবাই বাংলাদেশ দলের সমালোচনায় মুখর হয়ে ওঠে। সে বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘স্পর্শ সবই করে। বললাম যে আমরাও মানুষ, আমাদেরও অনুভূতি কাজ করে। আমাদেরও পরিবার আছে, আমাদের বাবা-মারাও বসে থাকে টিভি সেটের সামনে। আমাদের বাচ্চারাও বসে থাকে। তারাও মন খারাপ করে। আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া তো সবার হাতের নাগালে।’
তবে সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছেন অধিনায়ক। তার মতে স্বাস্থ্যকর সমালোচনা গ্রহণযোগ্য। তিনি জানান, সমালোচনার নামে যেন কাউকে ছোট করা করা হলে তা বেশ কষ্টদায়ক হয়। বলেন, ‘সমালোচনা তো হবে, আমরা তো আশা করি সমালোচনা। অবশ্যই সমালোচনা হবে, কেন হবে না। সমালোচনার মাধ্যেম কেউ কাউকে ছোট করে ফেলে তখন এইগুলা খারাপ লাগে।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশ অধিনায়কের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠে। সেটা নিয়েও কথা বলেন, ‘অনেক প্রশ্ন এসেছে আমার স্ট্রাইকরেট নিয়ে। আমরা তো চেষ্টা করেছি, চেষ্টার বাইরে তো আমাদের কাছে কিছু নেই। এরকম না যে আমরা চেষ্টা করিনি। হয়ত ফলাফলটা আমাদের পক্ষে আসেনি। সমালোচনা অবশ্যই আমাদের কাম্য, সমালোচনা হবেই। আরেকটু যদি স্বাস্থ্যকর হয় সবার জন্য ভাল।’
এছাড়াও অনেক সময় ক্রিকেটাররা ইনজুরি নিয়ে মাঠে খেলেন সেটা নিয়েও কথা বলেন অধিনায়ক। জানান, যারা সমালোচনা করেন তাদের বেশিরভাগই পিছনের খরব জানেন না।
বলেন, ‘সবারই ব্যথা থাকে, কারো অনেক ইনজুরি থাকে ওইগুলা নিয়েই আমরা খেলি। দিনের পর দিন পেইন কিলার খেয়েই আমরা খেলি। হয়তো পিছনের এ কথা অনেকে জানে না। কাজেই নিবেদন নিয়ে কথা বলা ঠিক না।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]