বিশ্বকাপে স্টোকস-আর্চার না থাকা লজ্জার : জেসন রয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ এএম, ২২ অক্টোবর ২০২১
বিশ্বকাপে স্টোকস-আর্চার না থাকা লজ্জার : জেসন রয়

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড স্কোয়াডে নেই বেন স্টোকস এবং জোফরা আর্চার। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখা এ দুই ক্রিকেটার না থাকার বিষয়টা লজ্জার বলে মনে করেন ইংলিশ ওপেনার জেসন রয়।

মানসিক স্বাস্থ্যজনিত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য সাময়িক সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে আছেন বেন স্টোকস। এছাড়াও ইনজুরির কারণে প্রায় বছরখানিক সময় ধরে মাঠের বাইরে আছেন পেসার জোফরা আর্চার। তাই তো বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি এ দুই ক্রিকেটার।

এ দুইজনের বিশ্বকাপে না থাকা ইংল্যান্ড দলের জন্য কোনো সমস্যা নয় তবে লজ্জার বলে জানান ইংলিশ ওপেনার জেসন রয়। তিনি বলেন, ‘তাদের না থাকা ইংল্যান্ড দলে কোনো সমস্যার তৈরি হয়নি। তবে বিষয়টি লজ্জাজনক।’

নিজেদের সমস্যা কাটিয়ে স্টোকস এবং আর্চার বেশ দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদী বলে জানান তিনি। বলেন, ‘তারা তাদের সমস্যার সমাধান করে দ্রুতই মাঠে ফিরবে বলে মনে করি।’

বেন স্টোকস এবং জোফরা আর্চার ছাড়াও বিশ্বকাপের আগ মুহূর্তে ইংল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে যান স্যাম কারান। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পান বড় ভাই টম কারান।

স্কোয়াডের গভীরতা থাকায় কারও ইনজুরিতে দলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন জেসন রয়। তিনি বলেন, ‘আপনারা আমাদের স্কোয়াডের গভীরতা দেখতে পাচ্ছেন। ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো করছে। প্রস্তুতি ম্যাচগুলোতেও ক্রিকেটাররা তাদের সেরাটা দিয়েছে।’

বিশ্বকাপে ইংল্যান্ড দল তাদের নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আছে। সবাই নিজেদের সামর্থ্যের সবটুকু দিবে বলে বিশ্বাস করেন তিনি।

বিশ্বকাপের আগ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়োজিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশ। বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারই সেখানে খেলেছেন। তাদের সে অভিজ্ঞতাও বিশ্বকাপে কাজে লাগানোর জন্য আত্মবিশ্বাসী এ ইংলিশ ওপেনার।  

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট ভারত : স্মিথ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট ভারত : স্মিথ

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়

বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়