আর্জেন্টিনাকে ১২ রানে গুটিয়ে দিল ব্রাজিলের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২১ অক্টোবর ২০২১
আর্জেন্টিনাকে ১২ রানে গুটিয়ে দিল ব্রাজিলের মেয়েরা

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল নারী দলের উল্লাস, ছবি : ব্রাজিল ক্রিকেট

ব্রাজিল-আর্জেন্টিনা; নাম দু’টি শুনলেই মনে মাঝে ফুটবল ম্যাচের কথা স্মরণ হয়। তবে দেশ দুটিতে যে শুধু ফুটবলই খেলা হয় তা নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক্রিকেট যজ্ঞেও তারা যুক্ত হচ্ছেন। আবার সেখানে শুধু যে পুরুষরা ক্রিকেট খেলছেন তাও নয়। দেশ দুটির নারীরাও ব্যাট-বলে মাঠ মাতাচ্ছেন।

আমেরিকায় অঞ্চলে শুরু হয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বের খেলা। সেখানে মঙ্গলবার (১৯ অক্টোবর) ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল এবং আর্জেন্টিার মেয়েরা।

মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় শুরু হয়েছিল বাছাই পর্বে তৃতীয় এ ম্যাচটি। ম্যাচটিতে ব্রাজিল মেয়েদের কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনার মেয়েরা।

নাউকালপানের রিফর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ব্রাজিল কন্যারা। ফলে প্রথমে ব্রাট হাতে মাঠে নামে আর্জেন্টিনা। তবে ব্রাজিলের মেয়েদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি তারা।

ব্যাট করতে নেমে ১১ দশমিক ২ ওভারেই গুটিয়ে যায় আর্জেন্টিার ইনিংস। দলের ১১ জন মিলে রান তোলেন মাত্র ১২ রান। ব্যাট হাতে তিনজন করেন ২ রান করেন। ১ রান করে করেন আরও তিনজন। বাকি পাঁচজন ছিলেন খালি হাতে। দলের পক্ষে ব্যাট থেকে আসা ৯ রানের সাথে ব্রাজিলের মেয়ে বাকি তিন রান দেন অতিরিক্ত।
sportsmail24
আর্জেন্টিনা জাতীয় নারী ক্রিকেট দল

ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেওয়ার পর বল হাতেও এলোমেলো খেলা খেলে আর্জেন্টিনার মেয়েরা। জয়ের জন্য ব্রাজিলে ব্যাট হাতে ৬ রান নেওয়ার পাশাপাশি বাকি ৭ রান পায় অতিরিক্ত থেকে। তবে তারাও দুই উইকেট হারায়।

১২০ বলের খেলায় জয়ের জন্য ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে মেনে ব্রাজিলের খোয়া যায় দুই উইকেট হারায়। দু’জনই শূন্য হাতে সাজঘরে ফিরেন। তবে ওপেনার লরা আগাথা অপরাজিত ৪ এবং অন্যপ্রান্তে লরা কার্ডোসো অপরাজিত ২ রান করেন। ৩ দশমিক ৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাজিলের মেয়েরা।

এদিকে, মাত্র ১২ রানে গুটিয়ে যাওয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফর‌ম্যাটের সবচেয়ে কম রান সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে ঠাঁই পেয়েছে আর্জেন্টিনার নারীরা। এ তালিকায় ১২ দশমিক ১ ওভারে মাত্র ৬ রানে তুলে অলআউট হয়ে সবার উপরে রয়েছে মালদ্বীপ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নারীদের পূর্ণাঙ্গ আইপিএল চায় ভারতীয় অধিনায়ক

নারীদের পূর্ণাঙ্গ আইপিএল চায় ভারতীয় অধিনায়ক

‘ব্যাটসম্যান’ নয় ‘ব্যাটার’, নিয়ম করলো এমসিসি

‘ব্যাটসম্যান’ নয় ‘ব্যাটার’, নিয়ম করলো এমসিসি

খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা

খেলাধুলায় আরও পাকিস্তানি মেয়েদের দেখতে চান মালালা

৩ রানে ৭ উইকেট, সবাইকে ছাড়িয়ে ওভারডাইকের বিশ্ব রেকর্ড

৩ রানে ৭ উইকেট, সবাইকে ছাড়িয়ে ওভারডাইকের বিশ্ব রেকর্ড