ফাইট করতে স্কোর ১৭০ দরকার : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২২ পিএম, ২০ অক্টোবর ২০২১
ফাইট করতে স্কোর ১৭০ দরকার : সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ধীরগতি ব্যাটিংয়ে সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই সমস্যা থাকলেও স্কোর বোর্ডে ১৫৩ রান যোগ করেছিল বাংলাদেশ। তবে বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে ১৭০ রান করা দরকার বলে মনে করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ধীরগতির ব্যাটিংয়ে ১৩৪ রান করেছিল বাংলাদেশ। এ ম্যাচের পর দলের ব্যাটিং নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। দ্বিতীয় ম্যাচে দলগত সাফল্য পেলেও ব্যাটিং সমস্যার সমাধান হয়নি। তাই তো পাওয়ার প্লের পাশাপাশি স্লগ ওভারে রান আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর দলের ব্যাটিং নিয়ে কথা বলেন সাকিব আল হাসান। দলের ব্যাটিং নিয়ে আরও উন্নতির জায়গা আছে বলে মনে করেন। বলেন, ‘আমি সবসময় দলগত চিন্তা করি। এখানে অনেক উন্নতির জায়গা আছে। আরও ২০-২৫ রান করা দরকার।’

কোন জায়গায় কি পরিমাণ রান বাড়ানো দরকার তাও জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে বলেন, ‘পাওয়ার প্লেতে যদি ১৫ রান যোগ করতে পারি এবং শেষের দিকে আরও ১০ রান উন্নতি করতে পারি তাহলেই ২৫ রান করা সম্ভব।’

বাংলাদেশ দলের পক্ষে এটা করা সম্ভব বলে মনে করেন সাকিব। তার মতে ২০-২৫ রান বাড়লেও বর্তমান বোলিং আক্রমণ নিয়ে যেকোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করা সম্ভব।

তিনি বলেন, ‘দুই জায়গায় যদি উন্নতি করতে পারি, আমাদের দল যদি যেকোনো দলের বিপক্ষে ১৭০ রান করতে পারি, তাহলেই হবে। আমাদের যে বোলিং অ্যাটাক আছে তা দিয়েই ফাইট করতে পারবো। এই উন্নতিটাই আমাদের দরকার।’

তিনি আরও বলেন, ‘চিন্তার কিছু নেই। তবে সবাই এ জায়গাগুলোতে ভালো করার জন্য মুখিয়ে থাকবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

এ জয় আমাদের স্নায়ুচাপ মুক্ত করেছে : সাকিব

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়

বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান