বিশ্বকাপের প্রাথমিক পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারায় এ ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। তাই তো ওমানকে রানের পাহাড়ে চাপা ফেলতে স্কোর বোর্ডের বড় রান করতে চায় মাহমুদউল্লাহ বাহিনী।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সে ম্যাচ টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে জানিয়েছিলেন শিশির বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তবে পরের ম্যাচেই সিদ্ধান্তে এসেছে বদল। টসে জিতে নিয়েছে ব্যাটিং।
কেন টসে জিতে ব্যাটিং এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘আমরা স্কোর বোর্ডের বড় রান যোগ করতে চাই। তাই প্রথমে ব্যাটিং করছি।’
রাতের ম্যাচ হওয়ায় শিশিরের কারণে বোলারদের বোলিং করতে বেশ অসুবিধা হয়। বিষয়টি অধিনায়ক মাথায় রেখেছেন কিনা সে প্রশ্নের উত্তরে রিয়াদ বলেন, ‘শিশিরের বিষয়টি গুরুত্বপূর্ণ। এটি আমাদের মাথায় আছে। বড় রান করতে এর কোনো বিকল্প নেই।’
ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেলে বাংলাদেশের ভাগ্য অনেকটা নির্ভর করবে ওমান-স্কটল্যান্ড ম্যাচের উপর। সে ম্যাচে ওমান জয় পেলে রান রেটের বিচারে শীর্ষ দুই দল সুপার টুয়েলভ খেলার সুযোগ পাবে। তাই তো রান রেট বাড়ানোর লক্ষ্যেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বাকি দায়িত্ব ব্যাটারদের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]