ঘরের মাঠের প্রায় সকল ম্যাচই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে খেলে। তাই তো আফগান ক্রিকেটারদের আরব আমিরাতের উইকেট হাতের তালুর মত চেনা। আফগান লেগ স্পিনার রশিদ খান জানিয়েছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে স্পিনারদের আধিপত্য।
আফগানিস্তান এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ৩৫ ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে। এছাড়াও দ্বিতীয় ২০ ম্যাচের ভেন্যু ছিল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। এছাড়াও দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে ১১ ম্যাচ।
শুধু দেশের হয়ে না ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও এই তিন ভেন্যুতে খেলেছেন রশিদ খান। তাই তো সংযুক্ত আরব আমিরাতের মাঠ সম্পর্কে অনেক ভালো জানা রশিদ খানের।
তাই তো এক সাক্ষাৎকারে রশিদ খান জানান, উইকেট যেভাবেই হোক না কেন, আমিরাতের মাঠে দাপট দেখাবেন স্পিনাররা। রশিদ বলেন, ‘এখানকার কন্ডিশন সবসময় স্পিনারদের সাহায্য করে। এটা স্পিনারদের বিশ্বকাপ হবে। উইকেট যেভাবেই প্রস্তুত করা হোক, এটা ব্যাপার না। এ উইকে সবসময় স্পিনারদের জন্য সহায়ক।’
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল হায়দরাবাদ। দল ব্যর্থ হলেও বল হাতে ঠিকই আলো ছড়িয়েছেন রশিদ খান। আসরে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ১৮ উইকেট শিকার করেন তিনি।
বিশ্বকাপের সুপার টুয়েলভসহ নক আউট পর্বের সব ম্যাচ আরব আমিরাতের তিন ভেন্যুতে আয়োজিত হবে। তাই তো আইপিএলের পর টানা খেলার মধ্যে থাকবে মাঠগুলো।
আইপিএলের গত দুই আসরের মতো বিশ্বকাপেও স্পিনাররা দাপট দেখাবে বলে মনে করেন তিনি। রশিদের বিশ্বাস, ভালো স্পিনাররাই দলকে জেতাবে।
রশিদ বলেন, ‘এ বিশ্বকাপে স্পিনাররা বড় প্রভাব ফেলবে। আমরা আইপিএলে যেমন দেখেছি স্পিনাররা তাদের দলকে খেলায় ফিরিয়ে এনেছে। আমার মনে হয়, বিশ্বকাপেও একই রকম হবে। সেরা স্পিনাররা তাদের দলকে খেলায় ফিরিয়ে আনবে এবং জেতাবে।’
সোমবার (২৫ অক্টোবর) প্রাথমিক পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]