পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২২ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ইংল্যান্ড। এই সিরিজে তারা শুধু টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলতে একই বছরের মার্চে আবারও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে ইংলিশরা।
প্রথমবারের মতো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। ২২ জানুয়ারী শুরু হবে ক্ষুদ্রতম ফরম্যাটের এ সফর।
২২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৯ দিনের এ সফরে পাঁচটি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এ সিরিজে টানা দুই ম্যাচ খেলার পর দুই দিনের বিশ্রাম পাবেন খেলোয়াড়রা।
উল্লেখ্য, একই বছরের মার্চে আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। রিচার্ডস-বোথাম ট্রফি খেলার জন্য ইংল্যান্ড দলকে আতিথ্য দিবে ওয়েস্ট ইন্ডিজ।
এ টেস্ট সিরিজটির নামকরণ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের দুই কিংবদন্তি সাবেক ক্রিকেটারের নামে। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস এবং ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম। তাদের বন্ধুত্বের স্মারক হিসেবে এ সিরিজটি শুরু হবে ৮ মার্চ।
দুই সিরিজের মাঝে ফেব্রুয়ারীতে ভারত সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ভারত সফরের পর পরই তিন টেস্টের সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দিবে ওয়েস্ট ইন্ডিজ।
সফরসূচি
টি-টোয়েন্টি
১ম টি-টোয়েন্টি- ২২ জানুয়ারি,২০২২
২য় টি-টোয়েন্টি- ২৩ জানুয়ারি,২০২২
৩য় টি-টোয়েন্টি- ২৬ জানুয়ারি,২০২২
৪র্থ টি-টোয়েন্টি- ২৯ জানুয়ারি,২০২২
৫ম টি-টোয়েন্টি- ৩০ জানুয়ারি, ২০২২
*সবগুলো ম্যাচই দ্য কিংস্টন ওভাল, বার্বাডোজে অনুষ্ঠিত হবে।
টেস্ট
১ম টেস্ট : মার্চ ৮- মার্চ ১২, ২০২২, স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ড, অ্যান্টিগা।
২য় টেস্ট : মার্চ ১৬- মার্চ ২০, ২০২২, দ্য কিংস্টন ওভাল, বার্বাডোজ।
৩য় টেস্ট : মার্চ ২৪- মার্চ ২৮, ২০২২, ন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়াম, গ্রানাডা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]