কয়েকদিন আগেই বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। সেখানেই এসিসির সভার শেষে সৌরভ গাঙ্গুলির সাথে ব্যক্তিগতভাবে আলোচনায় বসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। সেখানে পাক-ভারত ক্রিকেট ইস্যু নিয়ে কথা হয়েছিল বলে জানান তিনি। তবে সে আলোচনা সফল হয়নি বলে জানান তিনি। রমিজের মতে পাক-ভারত সিরিজ মাঠে গড়নোর জন্য দুই বোর্ডের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে ওঠা উচিত।
সোমবার (১৮ অক্টোবর) পিসিবি সভাপতি রমিজ রাজা তার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে কথা বলেন। সেখানেই এ কথা বলেন তিনি। এছাড়াও এশিয়া কাপ আয়োজনের বিষয়েও কথা বলেন তিনি।
রমিজ রাজা জানান, এসিসি ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দিয়েছে। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ২০২৩ সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হবে বলে জানান। একই বছর নভেম্বরে ভারতের মাটিতে আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তাই ওই বছরের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হবে।
রমিজ রাজা পিসিবির দায়িত্ব নেওয়া পর থেকেই বিভিন্ন দেশের সাথে ক্রিকেট সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহর সাথে ব্যক্তিগত আলোচনায় বসেন। রমিজ জানান, তিনি বিশ্বাস করেন খেলার মাঠে রাজনীতির প্রভাব পড়বে না।
এ বিষয়ে পিসিবি সভাপতি বলেন, ‘এসিসি সভার বাইতে আমি ব্যক্তিগতভাবে সৌরভ এবং জয় শাহর সাথে দেখা করেছি। আমরা ক্রিকেটীয় বন্ধুত্ব তুলতে চায়। আমি বিশ্বাস করি, খেলাধুলা রাজনীতি থেকে দূরে থাকবে এবং সবসময় এটাই চেয়েছি।’
সবসময়ই ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ক্রিকেট মাঠে পড়ে। এ কারণেই বৈশ্বিক আসরগুলোর বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না এ দুই দল।
রমিজ বলেন, ‘ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে এখনও অনেক কাজ করতে হবে এবং বোর্ডের সম্পর্কের উন্নতি দরকার। দেখা যাক কতটুকু এগোতে পারি।’
তিনি আরও বলেন, ‘অন্যান্য বোর্ডের মতোই তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই এবং আমাদের মধ্যে কোনো ইস্যু তৈরি হলে এসিসি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]