ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরুর আগ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। তাই তো টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
সোমবার (১৮ অক্টোবর) বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্দ। এ ম্যাচেই মিড উইকেট অঞ্চলে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে ব্যাথা পান তিনি।
সোমবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান করে ইংল্যান্ড। ব্যাট হাতে ২০ বলে ৩০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন লিভিংস্টোন। বল হাতেও দারুণ শুরু করেছিলেন। ২ ওভার বল করে ১০ রানে ১ উইকেট শিকার করেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরান তিনি।
ফিল্ডিং করার সময় মিড উইকেট অঞ্চলে ঈশান কিষাণের ক্যাচ মিস করেন। এ ক্যাচ নিতে গিয়েই আঙ্গুলে ব্যাথা পান এ ইংলিশ অলরাউন্ডার। ব্যাথা পেয়ে ইংল্যান্ডের ফিজিওর সাথে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে নামেননি লিভিংস্টোন।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক বিবৃতিতে জানানো হয়েছে, লিভিংস্টোনকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। এরপরেই ইসিবির স্বাস্থ্য বিভাগ তাকে নিয়ে সিদ্ধান্ত নিবে। এরপরেই জানা যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ তিনি খেলতে পারবেন কিনা।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করে দীর্ঘ চার বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরেন লিভিংস্টোন। তাই তো তাকে দলে না পাওয়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।
মানসিক অবসাদজনিত কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে আছেন বেন স্টোকস। মূলত তার বদলি হিসেবেই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন লিয়াম লিভিংস্টোন।
বুধবার (২০ অক্টোবর) পরবর্তী প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। সে ম্যাচে লিভিংস্টোনের না থাকা নিশ্চিত করেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]