টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কেউই ধারণা করেনি বাংলাদেশকে প্রথম রাউন্ড পেরোনোর শঙ্কায় পড়তে হবে। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে এ শঙ্কায় পড়েছে বাংলাদেশ। তবে কোচ রাসেল ডোমিঙ্গো মনে করছেন, সহজেই প্রথম পর্বের বাধা পার হবে টাইগাররা।
বাংলাদেশের থেকে নামে, ভারে বেশ পিছিয়ে ছিল স্কটল্যান্ড। তবুও স্কটিশদের দারুণ বোলিংয়ে বাংলাদেশের ম্যাচ জেতা হয়নি। মঙ্গলবার (১৯ অক্টোবর) নামে-ভারে পিছিয়ে থাকা ওমানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাঁচা-মরা লড়াইয়ে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ বাহিনী।
ওমানের বিপক্ষে কোনো কারণে হারলে টুর্নামেন্ট থেকে নিতে হবে বিদায়। পাশাপাশি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য খেলতে হবে বাছাই পর্ব। তবে এতসব শঙ্কার পরেও নেতিবাচক দিকে তাকাতে চাননা টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘ছেলেরা আত্মবিশ্বাসী আছে। আমরা (প্রথম রাউন্ড) পার হতে পারবো। তাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। গত বছরও কিছু কঠিন ম্যাচ বের করে এনেছে। ছেলেদের পুরো আত্মবিশ্বাস আছে ওমান ও পিএনজির বিপক্ষে জিততে পারবে এবং মূল পর্বে যেতে পারবে।’
আত্মবিশ্বাসী হলেও ওমানকে হালকাভাবে নিচ্ছে না বলে জানান কোচ। ডোমিঙ্গো জানান, স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়া হয়নি এবং ওমানকেও নেওয়া হবে না। বলেন, ‘আমরা স্কটল্যান্ডকে হালকাভাবে নেইনি। গতকালকের (রোববার) ম্যাচে কোনো আত্মতৃপ্তি নেই।’
‘ওমানের প্রতি আমাদের দারুণ সম্মান আছে। ওরা আত্মবিশ্বাসী কারণ নিজেদের মাঠে খেলবে। তারা ভালো একটা ম্যাচ জিতেছে। তবে আমরা আমাদের নিজেদের কাজের দিকে মনযোগ দিচ্ছি। আমাদের পারফর্মেন্সে লক্ষ্য করতে হবে। আমাদের লক্ষ্যের দিকে দিকে তাকিয়ে খেলতে হবে।’- বলেন ডোমিঙ্গো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]