টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দলের এমন হারে ব্যাটারদের অ্যাপ্রোচ এবং শেষ দিকে ছন্নছাড়া বোলিংকে দায়ী করেছেন তিনি। তার মতে, সিনিয়ররা আরও দায়িত্ব নিলে ম্যাচ জয় সম্ভব ছিল।
স্কটল্যান্ড ম্যাচের পরের দিন সোমবার (১৮ অক্টোবর) কোচ রাসেল ডোমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসানের সাথে ভার্চুয়াল বৈঠকে বসেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এরপরেই ওমানে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সেখানেই সিনিয়র ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করান তিনি।
বলেন, ‘ওদের (স্কটল্যান্ড) সাথে এভাবে হেরে যাবে তা কখনও চিন্তা করেনি। টি-টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে। আমি যে জিনিসটাতে বেশি আশ্চর্য হয়েছি এবং কষ্ট পেয়েছি সেটা হলো ওদের ব্যাটিং অ্যাপ্রোচ এবং অ্যাটিচুড। কোনোটাই ঠিক ছিল না।’
প্রথমদিকে রান তুলতে না পারাটাই ম্যাচ হারার প্রধান কারণ বলে মনে করেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘প্রথম ছয় ওভারের সুবিধা নিতে গেলে মারতে হবে। সেখানে উইকেট পড়বে, তাতে কিছু যায় আসে না। তবে দুই উইকেট পড়ার পর আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করেছে তা মানা যায় না। প্রথম দুইজন বাদ দিলাম। তিন, চার ও পাচ? সেখানেই তো আমরা হেরে গেছি।’
হারের কারণ হিসেবে সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিং আপ্রোচই মূল সমস্যা ছিল মনে করেন পাপন। তার মতে, ‘এভাবে খেলে আমরা ১৪০ তাড়া করতে পারবো না এটা সবাই জানে। এভাবে খেললে জিততে পারবো। আমার কাছে মনে হয়েছে ওদের কাছে অ্যাপ্রোচ পাইনি। এটাই মূল বিষয়।’
এছাড়াও দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিং অর্ডারে বদল না আনায় প্রশ্ন তুলেছেন বোর্ড প্রধান। এছাড়াও পরিস্থিতির উপর ব্যাটিং পজিশন নির্ভর করে বলে মনে করেন তিনি।
টস জিতে আগে বল করতে নেমে এক পর্যায়ে ৫৩ রানে স্কটল্যান্ডের ৬ উইকেট ফেলে দেয় বাংলাদেশ। কিন্তু ক্রিস গ্রিভসের ২৮ বলে ৪৫ রানে পরে ১৪০ করে ফেলে তারা। শেষ দিকের বোলিংকেও তাই ম্যাচ না জেতার পেছনে কারণ বলছেন নাজমুল।
রোববার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় বাংলাদেশকে ৬ রানের পরাজয় বরণ করে নিতে হয়। তিন সিনিয়র ক্রিকেটারের কেউই বলের সাথে পাল্লা দিতে পারেননি। ওভার প্রতি ১০ রানের চাহিদা থাকাকালীন ২২ বলে ২৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]