টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৯ অক্টোবর ২০২১
টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।

সোমবার (১৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। এখন পর্যন্ত দুই দলের মোট ১২ বারের দেখায় আয়ারল্যান্ডের জয় ৪ বার এবং নেদারল্যান্ডসের জয় ৬ বার। একটি করে ম্যাচ ড্র এবং পরিত্যক্ত হয়েছে।

দুই দলই বাছাই পর্বে পেরিয়ে বিশ্বকাপে এসেছে। সর্বশেষ ২০১৯ সালে দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার জয়ের হাসি হেসেছিল নেদারল্যান্ডস।

বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার লড়াইয়ে ইউরোপিয়ান এ দুই দলের পাশাপাশি গ্রুপ ‘এ’ তে আছে শ্রীলঙ্কা এবং নামিবিয়া। শক্তির বিচারে ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই সুপার টুয়েলভে জায়গা করে নিবে। তাদের সঙ্গী কে হবে সেটার অনেকটা হয়তো এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, কেভিন ও’ ব্রায়েন, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, কার্টিস ক্যাম্ফার, হ্যারি টেকটর, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক অ্যাডেয়ার, জশ লিটল, বেন হোয়াইট

নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডড,বেন কুপার, ব্যাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রুডলফ ভ্যান ডার মারওয়ে, পিটার সিলার, লোগ্যান ভান বিক, ফ্রেড ক্লাসেন, ব্রেন্ডন গ্লোভার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলে সাকিব কতটা প্রস্তুত নাকি ক্লান্ত?

আইপিএল খেলে সাকিব কতটা প্রস্তুত নাকি ক্লান্ত?

দীর্ঘ দিনের পরিকল্পনায় বাংলাদেশ বধ : কোয়েটজার

দীর্ঘ দিনের পরিকল্পনায় বাংলাদেশ বধ : কোয়েটজার

মন্থর ব্যাটিং ইচ্ছাকৃত নয় : মাহমুদউল্লাহ

মন্থর ব্যাটিং ইচ্ছাকৃত নয় : মাহমুদউল্লাহ

হতাশ না হওয়া উচিতও হবে না : মাহমুদউল্লাহ

হতাশ না হওয়া উচিতও হবে না : মাহমুদউল্লাহ