টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। মূলত ধীরগতির ব্যাটিং এবং বাউন্ডারি আদায় করে নিতে না পারাকেই হারের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ভালো করার আশারবাণী শুনিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সে আত্মবিশ্বাসের ছিটেফোটাও দেখা যায়নি মাঠে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে মিশনে আসলেও প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডের কাছে হারে বাংলাদেশ।
দুই প্রস্তুতি ম্যাচে হার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রভাব ফেলেনি বলে বিশ্বাস করেন তিনি। তার মতে, শুধু ভালো ব্যাটিং করতে না পারাই হারের কারণ।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘দুইটা অনুশীলন ম্যাচে আমরা ভালো করতে পারিনি। আমি মনে করি না, আজকে ওই ম্যাচের কোনো প্রভাব ছিল। আজকে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’
পুরো ম্যাচ জুড়েই তিন অভিজ্ঞ ক্রিকেটার সাকিব, মুশফিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে রিয়াদ বলেন, ‘আমরা তো আর ইচ্ছা করে মন্থর ব্যাটিং করিনি। সম্ভবত আমরা যে বাউন্ডারিগুলো মারতে চেয়েছিলাম সেগুলো মারতে পারিনি। পরবর্তী সময়ে চেষ্টা করবো যেন আরও ভালো করে ব্যাটিং করতে পারি।’
স্কটল্যান্ডের বিপক্ষে মন্থরগতি ব্যাটিংয়ের স্বভাবতই প্রশ্ন উঠেছে বাংলাদেশ টি-টোয়েন্টিতে যোগ্য কিনা। এ প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘আজকের ম্যাচের পর, হয়তো অনেকেই অনেক কিছু বলবে। আমার কাছে মনে যে, আমরা অনেক ভালো একটা টি-টোয়েন্টি দল। সম্ভবত আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। এর মানে এই না যে আমাদের মধ্যে সেই সক্ষমতা নেই।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]