ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৮ অক্টোবর ২০২১
ব্যাটিং ব্যর্থতাই হারের মূল কারণ : মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিতভাবে ৬ রানে হেরেছে বাংলাদেশ। হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেট বিবেচনায় রান খুব বেশি না হলেও এ ব্যাটাররা সামর্থ্যের পুরোটা দিতে না পারায় জয় বঞ্চিত ছিল টাইগার বাহিনী।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো পরাশক্তিকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। তবে বোলাররা নিজেদের কাজ করতে পারলেও ব্যাটাররা ব্যাটিং সহায়ক উইকেটেও পাড়ি দিতে পারেননি ১৪১ রানের লক্ষ্য।

রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ এবং স্কটল্যান্ড। রান তাড়া করার উদ্দেশ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় অধিনায়কের সে উদ্দেশ্য সফল হয়নি।

উইকেট বিবেচনায় লক্ষ্য খুব বেশি না হলেও ওপেনারদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারও বলে সাথে পাল্লা দিয়ে স্কোর বড় করতে পারেনি। এছাড়াও গুরুত্বপূর্ণ সময় বাজে শটে আউট হয়ে দলকে ক্রমশ জয় থেকে দূরে সরিয়ে দিয়েছে।

এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমার কাছে মনে উইকেট ভালো ছিল। ১৪০ রান তাড়া করা সম্ভব ছিল। মাঝখানের ওভারগুলোতে রান তুলতে পারেনি। বোলাররা তাদের কাজ করেছে। তবে ব্যাটিং ইউনিট ভালো ছিল না।’

নিজ দলের ব্যাটাররা ভালো না করলেও প্রতিপক্ষ ব্যাটারদের কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়ক রিয়াদ। প্রতিপক্ষের ব্যাটারদের প্রশংসায় অধিনায়ক বলেন, ‘তাদের (স্কটল্যান্ড) ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে যেভাবে ঘুরে দাড়িয়েছে তা প্রশংসাযোগ্য।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে স্কটল্যান্ড ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে চান রিয়াদ। বলেন, ‘একটু তো চোখ বুলাতেই হবে। ভুলগুলো শুধরাতে হবে। আমাদের ইতিবাচক হতে এবং ভুলগুলো খুঁজে বের করতে হবে। সেগুলোর পুনরাবৃত্তি করা যাবে না।’

শুধু অন্য ব্যাটারদের নয় নিজেকেও ব্যর্থ বলে স্বীকার করে নিতে দুইবার ভাবেননি মাহমুদউল্লাহ। বলেন, ‘আজকে ভাল ব্যাটিং করতে পারিনি। আজকে ম্যাচ জিততে পারিনি। এটা আমার ব্যর্থতা।’

স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিতে না পারায় দর্শকদের হতাশ করার কথা অকপটে স্বীকার করে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‘সমর্থকরা দারুণ ছিল। মাঠটাও দারুণ। উইকেটও বেশ সুন্দর। আমরা খুব ভালো সমর্থন পেয়েছি। আমি মনে করি, আমরা তাদের হতাশ করেছি। আমি খুবই হতাশ।’

তিনি আরও বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছুই ঠিকভাবে করতে পারিনি। আমাদের সেসব জায়গায় নজর দিতে হবে। যেন আমরা সেখানে ভালো করতে পারি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হুমকি দেওয়া স্কটল্যান্ডের কাছেই হারলো বাংলাদেশ

হুমকি দেওয়া স্কটল্যান্ডের কাছেই হারলো বাংলাদেশ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে সাকিব

দলের বিপর্যয়ে দাঁড়িয়ে আসাদ ভালার দুর্দান্ত অর্ধশত

দলের বিপর্যয়ে দাঁড়িয়ে আসাদ ভালার দুর্দান্ত অর্ধশত

কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না

কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না