হুমকি দেওয়া স্কটল্যান্ডের কাছেই হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৮ অক্টোবর ২০২১
হুমকি দেওয়া স্কটল্যান্ডের কাছেই হারলো বাংলাদেশ

বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলকে হুমকি দিয়ে রেখেছিল স্কটল্যান্ড। সেই হুমকি দেওয়া স্কটল্যান্ডের বিপক্ষেই হারলো মাহমুদউল্লাহ রিয়াদরা। বল হাতে স্কটল্যান্ডকে আটকাতে ব্যর্থ সাকিব-সৌম্যরা ব্যাট হাতে দিয়েছে ব্যর্থতার পরিচয়। ফলে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা করলো বাংলাদেশ।

শনিবার (১৬ অক্টোবর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হারানোর হুমকি দিয়েই রেখেছিলেন স্কটিশ কোচ শেন বার্জার। সে কথারই প্রতিফলন ঘটালো বাংলাদেশ। স্কটল্যান্ডের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

রোববার (১৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ের নামে স্কটল্যান্ড। এ নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয়বারের মতো স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম এবং সর্বশেষ দেখায় ৩৪ রানে হেরেছিল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান করে স্কটিশরা। দলীয় ৫ রানের বিদায় নেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। এরপরে ৮ম ওভারে টানা দুই আঘাতে স্কটল্যান্ডকে বিপর্যয়ে ফেলেন স্পিনার মাহেদী হাসান।

মাহেদী হাসানের জোড়া আঘাত সামলে ওঠার আগেই সাকিবের বোলিং তোপে পড়ে স্কটল্যান্ড। এরফলে স্কোরবোর্ডে ৫৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে স্কটিশরা।

এরপর দলের হাল ধরেন মার্ক ওয়াট এবং ক্রিস গ্রেভস। দুইজনের ৫১ রানের জুটিতে ১০০ রানের কোটা পার করে স্কটল্যান্ড। তাসকিনের বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ওয়াট ফিরে গেলে ভাঙে দুইজনের ৫১ রানের জুটি। এরপর আর কেউ বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৪০ রানে থামে স্কটিশদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার মাহেদী হাসান। এছাড়াও মোস্তাফিজ এবং সাকিব দুইটি করে উইকেট শিকার করেন। স্কটল্যান্ডের বিপক্ষে দুই উইকেট শিকার করে লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান।

১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি মাহমুদউল্লাহ বাহিনী। দলীয় ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার সৌম্য সরকার। আরেক ওপেনার লিটন দাসও বেশিক্ষণ উইকেট থাকতে পারেননি। দলীয় ১৮ রানের মাথায় ব্যক্তিগত ৫ রানে ফেরেন লিটন।

১৮ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দুইজন মিলে গড়ে তোলেন ৪৭ রানের জুটি। দলীয় ৬৫ রানের মাথায় সাকিব আউট হলে ভাঙে এ জুটি।

সাকিবের বিদায়ের পর মুশফিক এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জুটি গড়ার চেষ্টা করেন। তবে রিয়াদ উইকেটে থিতু হওয়ার আগেই দলীয় ৭৫ রানের মাথায় বিদায় নেন অভিজ্ঞ মুশফিক।

মুশফিকের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব। তবে কাপ্তান রিয়াদের ধীরগতির ব্যাটিংয়ে দলকে একরকম ম্যাচ থেকে ছিটকে দেয়। তবে অপরপ্রান্তে আফিফ কিছুটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

আফিফের বিদায়ের পর পরই অধিনায়ক নুরুল হাসান সোহান এবং রিয়াদের বিদায়ে চূড়ান্তভাবে বাংলাদেশে হার নিশ্চিত হয়। বল হাতে সফল মাহেদী কিছুটা চেষ্টা করলে তা হারের ব্যবধান হারানো ছাড়া আর কিছুই করেনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মুশফিকুর রহিম। স্কটিশদের হয়ে ৩ উইকেট শিকার করেন ব্রাড হুইল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে সাকিব

নিজেদের মাঠে শক্তি দেখালো ওমান, উদ্বোধনী জুটিতেই পিএনজি বধ

নিজেদের মাঠে শক্তি দেখালো ওমান, উদ্বোধনী জুটিতেই পিএনজি বধ

দলের বিপর্যয়ে দাঁড়িয়ে আসাদ ভালার দুর্দান্ত অর্ধশত

দলের বিপর্যয়ে দাঁড়িয়ে আসাদ ভালার দুর্দান্ত অর্ধশত

কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না

কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না