টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৮ অক্টোবর ২০২১
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে নিজেদের প্রথম ম্যাচের স্কটল্যান্ডের মুখোমখি বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করবেন লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। 

বিশ্বকাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই দলই প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী থেকেই মাঠে নামছে।

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১২ স্কটল্যান্ডের মাটিতে হওয়া সেই ম্যাচে ৩৪ রানে হেরেছিল টাইগাররা।

টানা তিন টি-টোয়েন্টি সিরিজে জিতে বেশ আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে খেলতে নামছে টাইগাররা। অপরদিকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য বেশ আগেই আরব আমিরাতে ক্যাম্প শুরু করেছিল স্কটল্যান্ড। তাই তো ম্যাচের আগের দিন স্কটল্যান্ড কোচ শেন বার্গার বাংলাদেশকে হারানোর হুমকিই দেয়ে রেখেছেন।

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ড একাদশ
জর্জ মানসে, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেট রক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলেওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভেস, মার্ক ওয়াট, জস ডেভে, সেফিয়ান শেরিফ ও ব্রেডলে হুইল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দলের বিপর্যয়ে দাঁড়িয়ে আসাদ ভালার দুর্দান্ত অর্ধশত

দলের বিপর্যয়ে দাঁড়িয়ে আসাদ ভালার দুর্দান্ত অর্ধশত

কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না

কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না

নিউজিল্যান্ড নয়, পাপুয়া নিউগিনি দলে টেইলর

নিউজিল্যান্ড নয়, পাপুয়া নিউগিনি দলে টেইলর

মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ

মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ