কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ এএম, ১৮ অক্টোবর ২০২১
কোহলির জন্য ভারতের বিশ্বকাপ জেতা উচিত : রায়না

টি-টোয়েন্টি সংস্করণে বিরাট কোহলির অধীনে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নামছে ভারত। এটাই তার অধীনে শেষ বিশ্বকাপ। তাই তো বিরাট কোহলির জন্য হলেও ভারতের বিশ্বকাপ জেতা উচিত বলে মনে করেন সাবেক ভারতীয় ব্যাটার সুরেশ রায়না।

সুরেশ রায়নার মতে ভারত বিশ্বকাপ জিততে পারে তা প্রমাণের জন্য এটাই বড় সুযোগ। বলেন, ‘ভারতের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্তা বেশ সহজ, কোহলির জন্য বিশ্বকাপ জয়। অধিনায়ক হিসেবে সম্ভবত এটাই তার শেষ বিশ্বকাপ। তাই এখন তার গুরুত্বপূর্ণ কাজ সবাইকে বিশ্বাস করানো আমরা জিততে পারি। এ অভিযানে তার পাশে থাকতে হবে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলে সবাসরি বিশ্বকাপের মঞ্চে নামবে ভারত। তাই তো ভারতের দলের জন্য ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন রায়না। এছাড়াও তার মতে, সবকিছু প্রস্তুত এখন শুধু কাজে লাগানোর অপেক্ষা।

রোববার (১৭ অক্টোবর) শুরু হওয়া প্রাথমিক পর্ব শেষে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে সুপার টুয়েলভ। বিশ্বকাপের ভেন্যুতেই আইপিএল খেলেছে ভারত। তাই তো ক্রিকেটাররা কন্ডিশনের সাথে বেশ ভালো ভাবেই মানিয়েছে বলে জানান তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছু ঘটতে পারে বলে জানান তিনি।

রায়না বলেন, ‘আমাদের ক্রিকেটাররা মাত্রই সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলেছে। এই কন্ডিশনে ভালো ফর্মে থেকে আট বা নয়টি করে ম্যাচে খেলেছে। এটাই ভারতকে অন্য সব দলের থেকে এগিয়ে রাখবে। পাশাপাশি শিরোপার অন্যতম দাবিদার করে তুলেছে।’

ভারত-পাকিস্তানের সাথে আরব আমিরাতের কন্ডিশনের মিল আছে বলে জানান তিনি। তাই তো এশিয়ার দলগুলো বেশি সুবিধা পাবে বলে মনে করেন। এছাড়াও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডেরও ভালো করার সুযোগ দেখছেন সুরেশ রায়না।

চলতি বছরের ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ

মাশরাফির রেকর্ডে মাহমুদউল্লাহ’র স্পর্শ

শোয়েব মালিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাবর

শোয়েব মালিকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান বাবর

ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় আফগানরা

ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় আফগানরা

মেন্টর ধোনির উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে : কোহলি

মেন্টর ধোনির উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াবে : কোহলি