ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বেই এখন পর্যন্ত চারবার আইপিএল শিরোপা নিজেদের ঘরে তুলেছে চেন্নাই। তাই তো ১৫তম আসরেও তাকে দলে রাখতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। ১৫তম আসরের আগে অনুষ্ঠিতব্য মেগা নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে তাকেই ধরে রাখতে চায় চেন্নাই।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলের মঞ্চে এখনও খেলা চালিয়ে যাচ্ছে এ উইকেটরক্ষক ব্যাটার। তার অধিনায়কত্বেই শিরোপা ঘরে তুলেছে চেন্নাই।
চেন্নাইয়ের এক কর্মকর্তা জানান, ‘চেন্নাই প্রথম ক্রিকেটার হিসেবে ধোনিকেই রাখবে এতে কোনো সন্দেহ নেই। তবে তার আগে খেলোয়াড় ধরে রাখার নিয়ম সম্পর্কে জানতে হবে। আমরা এখনও এ নিয়ম সম্পর্কে জানি না। যদি ধরে রাখার সুযোগ পাই, তাহলে প্রথমে ধোনিকেই রাখা হবে।’
বর্তমানে আইপিএলে আট দলে লড়াই হয়, তবে ১৫তম আসর থেকে আইপিএলে দুইটি দল বাড়বে। তাই তো নিলামে অনেক বেশি প্রতিদ্বন্দ্বীতা হবে বলে করেন চেন্নাইয়ের ওই কর্মকর্তা। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বলে জানান তিনি।
বলেন, ‘যেকোনো ফ্রাঞ্চাইজি ধোনির মতো ক্রিকেটারদেরকে ধরে রাখতে চাবে। দুইটি নতুন দল আসছে, তাই আরও বেশি জমজমাট লড়াই হবে। এখানে অনেক ব্যাপার আছে, তবে আপাতত আমরা ধোনিকে রাখতে চাচ্ছি। বিসিসিআইয়ের নিয়মের পর আমরা বাকিদের ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’
অনেক দিন আগেই আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রেখেছিল বিসিসিআই। ধারণা করা হচ্ছে দলগুলো সর্বোচ্চ দুই-তিনজন ক্রিকেটার ধরে রাখার সুবিধা পাবে। তবে মেগা নিলামে চেন্নাই তরুণ ক্রিকেটারদের উপ নজর রাখবে বলে জানান চেন্নাইয়ের ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘চেন্নাইয়ের জন্য যা ভালো হবে তা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা শক্তিশালী দল গড়তে চাই। আগামী ১০ বছর পারফর্ম করতে পারবে এমন ক্রিকেটাদের দিকে নজর রাখবো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]