স্পিন নির্ভরতা থেকে বের হচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৭ অক্টোবর ২০২১
স্পিন নির্ভরতা থেকে বের হচ্ছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কেমন প্রথম ম্যাচের একাদশ তা নিয়ে চলছে বেশ জল্পনা-কল্পনা। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, স্পিন নির্ভর বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামবে না বাংলাদেশ।

ঘরের মাঠে সর্বশেষ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে রীতিমত স্পিনিং উইকেট বানিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা নিয়েই বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে বাংলাদেশ।

ঘরের মাঠে স্পিনাররা ভালো করলেও বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি স্পিনাররা। তাই তো স্পিন নির্ভর একাদশ বানাতে নারাজ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ওমানের সাথে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ কিংবা আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ, সব জায়গাতেই ছিল ফ্ল্যাট পিচ। দেশের উইকেটের ফায়দা তুলতে পারেননি ওমান কিংবা আবুধাবির উইকেটে। এ কারণেই হয়তো টিম ম্যানেজমেন্ট স্পিন নির্ভরতা কমিয়ে আনার চিন্তা করেছে।

এ বিষয়ে অধিনায়ক বলেন, ‘আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম ওমান ‘এ’ দলের বিপক্ষে সেই ম্যাচে পিচের অবস্থা অনেক ভালো ছিল, স্পোর্টিং উইকেট ছিল। আশা করা যায় কন্ডিশন এখনো তেমনই থাকবে এবং খুব ভালো উইকেট থাকবে’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে শনিবার (১৬ অক্টোবর) দলের সাথে যোগ দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচের আগের দিন ভ্রমণজনিত কারণে ক্লান্ত থাকলেও ম্যাচের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক।

‘সাকিব আজ সকালে এসেছে। সে একটু ক্লান্ত। তবে আমরা যখন প্র্যাকটিস শুরু করবো সেও আমাদের সাথে যোগ দেবে। এবং আশা করা যায় কাল মাঠে নামার জন্যও সে সম্পূর্ণ প্রস্তুত।’- বলেন মাহমুদউল্লাহ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

স্কটল্যান্ডের বিপক্ষেও টাইগার একাদশে অস্ট্রেলিয়া সিরিজের কম্বিনেশন

স্কটল্যান্ডের বিপক্ষেও টাইগার একাদশে অস্ট্রেলিয়া সিরিজের কম্বিনেশন

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ