স্কটল্যান্ডের বিপক্ষেও টাইগার একাদশে অস্ট্রেলিয়া সিরিজের কম্বিনেশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ১৭ অক্টোবর ২০২১

টানা তিন টি-টোয়েন্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছে বাংলাদেশ। তাই তো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন না এনেই বিশ্বকাপ খেলতে গিয়েছে টাইগার বাহিনী। তাই তো বিশ্বকাপেও একই ধরনের কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের হয়ে ওপেনিং করেছিলেন নাঈম শেখ এবং সৌম্য সরকার। লিটন দাস এবং তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন সৌম্য। সুযোগ পেয়েও বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি সৌম্য সরকার।

লিটন দাস নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে ফিরলে ওপেনিংয়ে জায়গা হারান সৌম্য সরকার। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তিন নম্বরে বেশ সফল ছিলেন সৌম্য সরকার। এছাড়াও বল হাতেও সফল ছিলেন তিনি।

তাহলে কি একাদশে সৌম্য সরকার জায়গা পাবেন? এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘সৌম্য বেশ ভালো ব্যাটিং করেছে। এ দুইটা ম্যাচে বেশ ভালো ব্যাটিং করেছে। বোলিংও খুব ভালো করছে। এখন নির্ভর করে আমরা টিম কম্বিনেশন কিভাবে তৈরি করি।’

সৌম্যকে শুধু ওপেনিং নয়, তিন নম্বর ব্যাট করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান অধিনায়ক। বলেন, ‘ওকে (সৌম্য সরকার) ওপেনিংয়ের জন্য ভাবনায় রাখা হয়েছে। তিন নম্বরের জন্যও বিবেচনায় আছে।’

এছাড়াও বাকি পজিশনগুলোতে সর্বশেষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশনই থাকবে বলে আভাস দেন অধিনায়ক রিয়াদ। ‘কম্বিনেশন কিরকম হবে সেটা আপনারা কালকেই দেখতে পারবেন। তবে আমরা আশাবাদী অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে থাকা টিম কম্বিনেশনে থাকতে পারে।’- বলেন মাহমুদউল্লাহ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আইসিসির ‘সতর্কবার্তা’

বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আইসিসির ‘সতর্কবার্তা’

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ