দুই বিশ্বকাপের মধ্যে এক বছরের ব্যবধান। তাইতো বিশ্বকাপের দল বাছাইয়ে সহজ উপায় বেছে নিলো ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন পদ্ধতিতে দল বেছে নিবে আইসিসি। চলতি আসরে অংশ নেওয়া সব দলের সামনেই থাকছে সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার সুযোগ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন আসরের প্রাথমিক পর্বে খেলছে বাংলাদেশ। আগের দুইবার প্রাথমিক পর্ব পেরিয়ে দ্বিতীয় ধাপে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবারও যদি টাইগাররা একই কাজ করতে পারে তাহলে অস্ট্রেলিয়ার আসরে জায়গা নিশ্চিত হবে।
শনিবার (১৬ অক্টোবর) আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এবারের আসরে সুপার টুয়েলভে খেলা সবগুলো দল আগামী আসরে সরাসরি খেলবে। এখান থেকে আট দল সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিবে।
চলতি বছরের ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। বিশ্বকাপ শেষে চলতি বছরের ১৫ তারিখে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করা হবে। সেখানে এবারের বিশ্বকাপের ফাইনালিস্ট দুই দল ছাড়া র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা ৬ দল সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলবে।
সুপার টুয়েলভে উঠা দলগুলোর মধ্যে যেসব দল শীর্ষ আটে থাকবে না, তাদেরকে খেলতে হবে প্রাথমিক পর্ব।
রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে ২৪১ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে আছে বাংলাদেশ। এ অবস্থান ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে টাইগাররা।
অস্ট্রেলিয়াতে এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। ১৬ দলের টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৫টি। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেটা পিছিয়ে দেওয়া হয় ২০২২ সালে। সেখানে খেলা হবে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]