জাতীয় লিগের সবাই করোনা নেগেটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ এএম, ১৭ অক্টোবর ২০২১
জাতীয় লিগের সবাই করোনা নেগেটিভ

বায়ো-বাবলের মধ্যে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৩তম আসর। এর আগে করানো করোনা টেস্টে সবাই নেগেটিভ এসেছেন। তিন দিনের কোয়ারেন্টাইন শেষ করে নিজ নিজ ভেন্যুতে অনুশীলনে নেমে পড়েছেন ক্রিকেটাররা।

রোববার (১৭ অক্টোবর) থেকে মাঠ গড়াবে এনসিএলের ২৩তম আসর। তিন শহরের চার ভেন্যুতে মাঠে গড়াবে এবারে আসর। করোনাভাইরাস মহামারির কারণে ক্রিকেটারদেরকে এবার বায়ো-বাবলের মধ্যে রাখা হচ্ছে।

চলতি বছরের মার্চে মাঠে গড়িয়েছিল এনসিএলের ২২তম আসর। তবে করোনাভাইরাস মহামারির কারণে মাঝপথেই টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিনের বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে এনসিএল।

সারাদেশে করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে আসলেও বেশ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তো বায়ো-বাবলের মধ্যেই শুরু হবে এনসিএল।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, এনসিএল সংশ্লিষ্ট সকলকে দুই দফা করোনা টেস্ট করানো হয়েছে। এছাড়াও সকলকে তিন দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও খেলা চলাকালীন কারও শরীরে করোনার উপসর্গ পাওয়া গেলে কোভিড টেস্ট করানো হবে বলে জানানো হয়েছে।

এনসিএলে দুই টায়ারে মোট আটটি দল অংশ নিবে। টায়ার-১ এ থাকছে ঢাকা, খুলনা, সিলেট এবং রংপুর। টায়ার-২ এ থাকছে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, বরিশাল এবং রাজশাহী।

রোববার টায়ার-১ এর ম্যাচে সিলেট একাডেমি মাঠে ঢাকা বিভাগে বিপক্ষে মাঠে নামবে সিলেট। একই শহরের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার বিপক্ষে মাঠে নামবে রংপুর।

টায়ার-২ এর ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ বরিশাল। অপরদিকে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং বরিশাল বিভাগ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এনসিএলের সূচি প্রকাশ

এনসিএলের সূচি প্রকাশ

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

আইপিএলে দল বিক্রির নিলামে সময় বাড়ালো বিসিসিআই

আইপিএলে দল বিক্রির নিলামে সময় বাড়ালো বিসিসিআই

দুর্নীতির দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

দুর্নীতির দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার