ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের শিরোপা ঘরে তুলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ফাইনালের সাকিবের কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। এ ম্যাচের কলকাতার মতো সাকিবও ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিলেন।
আইপিএলের ম্যাচ মানেই যেন নতুন কোনো রোমাঞ্চ। চেন্নাইয়ের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার দুই ওপেনার শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার যেভাবে ব্যাট চালাচ্ছিলেন তাতে ফাইনাল জয়ের আশা ছিল। তবে কলকাতার ইনিংস যত সামনে এগিয়েছে ততই ক্ষীণ হয়েছে জয়ের সম্ভাবনা। শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় সাকিবদের।
শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক ইয়ান মরগান। মরগানের সিদ্ধান্তের যৌক্তিকতা সঠিক প্রমাণ করতে একটু আঁটসাঁট হয়েই ব্যাটিং শুরু করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড এবং ফ্যাফ ডু প্লেসিস।
ম্যাচের ৯ম ওভারে সুনীল নারিনের বলে দলীয় ৬১ রানে প্যাভিলিয়নে ফেরেন ঋতুরাজ। এরপরেই দৃশ্যপটে হাজির হন উইকেটরক্ষক ব্যাটার রবিন উথাপ্পা। ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের রানের গতি বাড়িয়ে তোলেন। এরপরই মরুর বুকে শুরু হয় ডু প্লেসিস এবং মঈন আলি ঝড়। শেষ পর্যন্ত ১৯২ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
চেন্নাইয়ের হয়ে ৫৯ বলে ৮৬ রান করেন প্রোটিয়া ব্যাটার ফ্যাফ ডু প্লেসিস। কলকাতার হয়ে ২৬ রানের দুই উইকেট শিকার করেন সুনীল নারিন। ৩ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান।
১৯৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। তবে ১১তম ওভারে আইয়ারের বিদায়ের পরই কলকাতার মিডল অর্ডারের দূর্দাশার চিত্র ফুটে ওঠে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাহুল ত্রিপাঠী এক প্রান্ত আগলে রেখে দলকে জয় এনে দিলেও ফাইনালে এক প্রান্ত আগলে রাখতে পারেননি কলকাতার কোনো ব্যাটার।
আইয়ারের বিদায়ের পর সব ব্যাটাররা যাওয়া আসার মধ্যে ছিলেন। মিডল অর্ডারের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। বোলিংয়ের পর ব্যাট হাতেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব আল হাসান। প্রথম বলেই রবীন্দ্র জাদেজার বলে লেগ বিফোরের স্বীকার হন তিনি।
এরপর লুকি ফার্গুসন এবং শিভম মাভি দুই অঙ্কের রান স্পর্শ করলে তা হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসে নাই।
কলকাতার হয়ে গিল ৫১ এবং আইয়ার করেন ৫০ রান। চেন্নাইয়ের হয়ে পেসার শার্দুল ঠাকুর ৩৮ রানে ৩ উইকেট শিকার করেন।
আইপিএলের ১৪তম আসরে এটি চেন্নাইয়ের চতুর্থ শিরোপা। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যকবার শিরোপা জিতলো চেন্নাই। পাঁচ শিরোপা জিতে এ তালিকার শীর্ষে আছে মুম্বাই ইন্ডিয়ান্স।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]