পিঠের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও দল থেকে জানানো হয়েছিল ইনজুরি নয়। তবে ইনজুরির কারণে বিশ্বকাপের আগে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের পর আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও বিশ্রামে ছিলেন তিনি। তখনই তার মাঠে নামা নিয়ে শঙ্কা জাগে। তবে বিশ্বকাপে নামার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক রিয়াদ।
ইনজুরির কাটিয়ে মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক রিয়াদ নিজেই। অধিনায়ক জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামছেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপিয়ান প্রতিপক্ষ স্কটল্যান্ড।
বিশ্বকাপ শুরুর আগে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফিট হওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘ইনজুরি ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। পিঠে একটু ব্যাথা থাকায় প্রস্তুতি ম্যাচে খেলিনি। কয়েকমাস আগেও একই চোটে পড়েছিলাম। তাই দল কোনো ঝুঁকি নিতে চায়নি। আমি প্রথম ম্যাচ থেকেই খেলার ব্যাপারে আশাবাদী।’
বিশ্বকাপের যাওয়ার আগে দলকে নিয়ে বেশ আশাবাদী ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টানা দুই প্রস্তুতি ম্যাচ হেরেও একই সুরে কথা বলেছেন তিনি। রিয়াদ জানান, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। এতেই জয় পাওয়া সহজ হবে মনে করেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি এটি বিশ্বকাপের আগে ভালো বিল্ডআপ ছিল। জিম্বাবুয়েতে তাদের বিপক্ষে ভালো সিরিজ কাটিয়েছি। দেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়েছি। এটা আমাদের দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’
সঙ্গে যোগ করেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘স্পিনাররা অনেক বছর ধরেই আমাদের হাতিয়ার। গত কয়েক সিরিজ ধরে আমাদের বোলিং ইউনিট অনেক ভালো পারফর্ম করছে। ফাস্ট বোলাররাও এ সিরিজগুলোতে ভালো করেছে। আমি মনে করি স্পিন ও পেসের ভালো কম্বিনেশন আছে। এখানে কন্ডিশন যেমনই থাকুক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে। স্পিন বান্ধব উইকেট পেলে আমাদের স্পিনারদের জন্য ভালো হবে, ফাস্ট বোলাররাও ভালো করবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]