দুর্নীতির দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ১৫ অক্টোবর ২০২১
দুর্নীতির দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

দুর্নীতিবিরোধী আইন ভাঙার অভিযোগে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ঘরোয়া লিগের দল নর্দানের ব্যাটার জিসান মালিক। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জিসানের বিরুদ্ধে দুর্নীতি, ফৌজদারি আইন লঙ্ঘনসহ বেশ কিছু অপরাধ রয়েছে। এরই মধ্যে জিসানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পিসিবি।

জিসানের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকলেও ঠিক কোন অপরাধের তদন্ত করা হচ্ছে তা জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছে পিসিবি। তদন্ত চলাকালীন ক্রিকেটীয় কোন ধরনের কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না তিনি।

বুধবার (১৩ অক্টোবর) শেষ হয়েছে পাকিস্তানের ন্যাশন্যাল টি-টোয়েন্টি কাপ। এ টুর্নামেন্টে নর্দানের হয়ে পাঁচ ম্যাচ খেলেন ২৪ বছর বয়সী জিসান।

নর্দানের হয়ে ন্যাশন্যাল টি-টোয়েন্টি কাপে ২৪.৬০ গড়ে ১২৩ রান করেন জিসান মালিক। দলটির হয়ে ৬ষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সেমি ফাইনালে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে হেরে বিদায় নেয় নর্দান।

এখনও জাতীয় দলে না খেললেও বয়সভিত্তিক দলে উজ্জ্বল পারফর্মার ছিলেন জিসান। ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৫৫ রান করেছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এনসিএলের সূচি প্রকাশ

এনসিএলের সূচি প্রকাশ

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি