ফাইনালে ওঠার লড়াইয়ে কলকাতা, একাদশে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৪ অক্টোবর ২০২১
ফাইনালে ওঠার লড়াইয়ে কলকাতা, একাদশে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফাইনালে ওঠার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শারজাহতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। একাদশে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

রাউন্ড পর্ব শেষে চতুর্থ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর ম্যাচে সাকিবের ব্যাটিং দৃঢ়তায় শেষ ওভারে ম্যাচ নিজেদের করে নেয় কলকাতা।

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হারে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে দুই দল।

বুধবার (১৩ অক্টোবর) শারজাহয় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক ইয়ান মরগান। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে কলকাতা।

কলকাতা একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

দিল্লি একাদশ
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, মার্কাস স্টয়নিস, ঋষাভ পান্থ, শিমরন হেটমায়ার,অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন, কাগিসো রাবাদা ও আবেশ খান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে দল বিক্রির নিলামে সময় বাড়ালো বিসিসিআই

আইপিএলে দল বিক্রির নিলামে সময় বাড়ালো বিসিসিআই

বিশ্বকাপের ভারত স্কোয়াডে পরিবর্তন

বিশ্বকাপের ভারত স্কোয়াডে পরিবর্তন

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি

পাঞ্জাবের ডেরায় থাকছেন না রাহুল

পাঞ্জাবের ডেরায় থাকছেন না রাহুল