কয়েকদিন পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্ব আসর। সেখানে ভারতীয় দলে কোহলিদের মেন্টর হিসেবে কাজ করবেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে এ কাজের জন্য কোনো পারশ্রমিক নিবেন না ধোনি। বিষয়টি নিশ্চিত করেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভারতের মেন্টর হিসেবে কাজ করলেও ধোনি কোনো পারিশ্রমিক নিবেন না।’
ভারতের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বেই দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল।
সর্বশেষ ২০১৯ সালে বিশ্বকাপ সর্বশেষ ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘদিন জাতীয় দলে না থাকলেও ক্রিকেটারদের সাথে ধোনির বেশ সুসম্পর্ক রয়েছে। তাই তো তাকে মেন্টর করার সিদ্ধান্ত নিতে বিসিসিআইকে বেশ বেগ পেতে হয়নি।
টি-টোয়েন্টি সংস্করণেও ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বেই ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ভারত। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। তিনি ভারতের হয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও জাতীয় দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও জিতেছেন ধোনি। একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সবগুলো ট্রফি জেতার রেকর্ড আছে তার।
ভারতের হয়ে ৯০ টেস্ট এবং ৩৫০ ওয়ানডে খেলা মহেন্দ্র সিং ধোনি সর্বশেষ ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]