অভিমান করে ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন লঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে অভিমানের বরফ গলেছে বলে জানা গেছে। লঙ্কান ক্রিকেটে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ম্যাথিউস।
অবশ্য ক্রিকেটে ফেরার বিষয়ে এখনও মুখ খোলেননি সাবেক অধিনায়ক ম্যাথিউস এবং লঙ্কান। তবে ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে চিঠি দিয়েছেন ৩৪ বছর বয়সী ম্যাথিউস।
চলতি বছর এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামেন ম্যাথিউস। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন। মাঝে চলতি বছরের ভারতের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন তিনি।
ভারত সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ ছিল ক্ষোভ। লঙ্কান বোর্ডের প্রস্তাবিত বেতন কাঠামোতে পারিশ্রমিক ৫০ হাজার ডলার কমে যাওয়া এবং সিনিয়র ক্রিকেটারদের সাথে বোর্ডের সাথে দূরত্ব তৈরি হওয়াটাই ছিল মূলত তার ক্ষোভের কারণ।
সিনিয়র ক্রিকেটাদের সাথে দ্বন্দ্বের কারণে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন থিসারা পেরেরা। ম্যাথিউসের ক্ষেত্রেও একই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিলো।
কিছুদিন ধরে সিনিয়র ক্রিকেটারদের প্রতি দৃষ্টিভঙ্গিতে বদল এনেছে এসএলসি। এরই ধারাবাহিকতায় দীনেশ চান্দিমালকে দলে ফেরানো হয়েছে। প্রায় একই সময়ে দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
যদি ম্যাথিউস জাতীয় দলে ফেরানো হয়, তাহলে হয়তো বিশ্বকাপের পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লঙ্কানদের জার্সি গায়ে মাঠে নামবেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]