ভারতের কোচ হতে আগ্রহী টম মুডি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৪ এএম, ১৩ অক্টোবর ২০২১
ভারতের কোচ হতে আগ্রহী টম মুডি

কিছুদিন আগেই জানা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন রবি শাস্ত্রী। শুধু রবি শাস্ত্রী নয়, ভারতীয় কোচিং প্যানেলের অনেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। ইতিমধ্যেই ভারতীয় কোচের দায়িত্ব নিতে আগ্রহী অনেকের আবেদন পত্র পেতে শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এবার আগ্রহী অনেকের মধ্যে কোচ টম মুডি কোচ হতে আগ্রহী বলে জানা গিয়েছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন মুডি এবং এ বিষয়ে তিনি নিয়মিত খোঁজ খবর রাখছেন।

ফক্স স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে, ‘টম মুডি ভারতের প্রধান কোচ হতে আগ্রহী এবং তিনি এ ব্যাপারে খোঁজ রাখছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বর্তমান কোচ শাস্ত্রী দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।’

টঅম মুডি বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

২০০৭ বিশ্বকাপ শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন টম মুডি। এছাড়াও ইংল্যান্ড দলের ফিল্ডিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

রবি শাস্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই গুঞ্জন আছে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বে আসতে পারেন রাহুল দ্রাবিড় অথবা অনিল কুম্বলে। তবে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির সাথে চুক্তির মেয়াদ বাড়ানোয় রাহুল দ্রাবিড় ভারতীয় দলের দায়িত্বে আসছেন না তা নিশ্চিতভাবেই বলা যায়।

এর আগে বিসিসিআই লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে প্রধান কোচের দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে। তবে বিসিসিআইয়ের দেওয়া সে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

সাকিবের বোলিংয়ে মুগ্ধ কলকাতা অধিনায়ক মরগান

সাকিবের বোলিংয়ে মুগ্ধ কলকাতা অধিনায়ক মরগান

স্থগিত হচ্ছে অস্ট্রেলিয়া-আফগান টেস্ট

স্থগিত হচ্ছে অস্ট্রেলিয়া-আফগান টেস্ট

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে নিয়ে শঙ্কায় ভারত

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে নিয়ে শঙ্কায় ভারত