ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয় করতে চলতি বছরের শুরু থেকে মাসের সেরা ক্রিকেটা নির্বাচিত করছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার এ পুরষ্কার জিতেছেন। সর্বশেষ সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছিলেন নাসুম আহমেদ। তবে তাকে পিছনে ফেলে এ পুরষ্কার নিজের করে নিয়েছেন নেপালের সন্দ্বীপ লামিচানে।
আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে নাসুম আহমেদের সঙ্গী ছিলেন সন্দ্বীপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা।
সোমবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে আইসিসি জানায়, সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন সন্দ্বীপ লামিচানে। এছাড়াও নারী বিভাগে সেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক হেথার নাইট।
নাসুম আহমেদ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্মেন্স করে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ৮ উইকেট শিকার করেন তিনি।
লামিচানে একই মাসে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের দূর্দান্ত পারফর্ম করেছেন। ওই সময়ে ৬ ওয়ানডে খেলে ১৮ উইকেট শিকার করেন তিনি। এই পারফর্মেন্সের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার নিজের করে নেন।
মে মাসের শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ পারফর্মেন্সের কারণে মাসের ক্রিকেটার নির্বাচিত হন ,মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম করে জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]