ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের আরব আমিরাত অংশে কোনো ম্যাচেই বল করেননি হার্দিক পান্ডিয়া। তাকে অলরাউন্ডার বিবেচনায় বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের দ্বিতীয় অংশে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলায় তাকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হার্দিক শতভাগ ফিট না হলে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেতে পারেন শার্দুল ঠাকুর কিংবা দীপক চাহার।
ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী ১৫ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, আইসিসির বেঁধে দেওয়া সময়ের আগে হার্দিক পান্ডিয়ার ফিটনেস টেস্ট করা হবে। ফিটনেসের উন্নতি না হলে ভিন্ন পথে হাটবে ভারতীয় দল।
হার্দিক পান্ডিয়া ইনজুরি মুক্ত হতে না পারলে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। কারণ হার্দিক পান্ডিয়াকে মূলত চতুর্থ পেসার হিসেবে দলে নেওয়া হয়েছে। শুধু ব্যাটার হিসেবে তাকে অন্তর্ভুক্ত করার কোনো সম্ভাবনাই দেখছেন না ওই কর্মকর্তা। হার্দিক পান্ডিয়া বাদ পড়লে কপাল খুলতে পারে শার্দুল ঠাকুর কিংবা দীপক চাহার যে কারো। তার দুইজনই স্ট্যান্ডবাই হিসেবে আছেন।
বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘কোনো কারণে হার্দিক যদি বোলিং করতে না পারে শার্দুল কিংবা দীপক স্কোয়াডে জায়গা পাবে। ভারতের স্কোয়াডে অন্তত আরও একজন পেসার প্রয়োজন।’
যখন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখন ভারতীয় দলের প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ফিট আছে। এছাড়াও বিশ্বকাপেও বোলিং করতে পারবেন বলে জানিয়েছেন। তবে, এখনও ইনজুরি থেকে সেরে না ওঠায় তার বোলিং করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]