নারী ক্রিকেটারদের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর চান ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে হারার পর এমন দাবি করেছেন তিনি। আইপিএল হলেই সীমিত ওভারের ক্রিকেটেই ভারত উন্নতি করবে বলে জানান তিনি।
অস্ট্রেলিয়া সফরে টেস্ট ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুললেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এক পেশে লড়াই হয়েছে। অস্ট্রেলিয়ার এ রকম কৃতিত্বের পিছনে ঘরোয়া অবকাঠামোর অবদান আছে বলে মনে করেন তিনি।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নারীদের জন্য আলাদা বিগব্যাশ এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত টি-টোয়েন্টি লিগ আছে। এছাড়াও এখানে ভালো খেলেই কাউন্টি, দ্য হানড্রেডের মতো সীমিত সংস্করণে খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
ভারতের পুরুষদের আইপিএলের মতো নারীদের জন্য তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজিত হয়। যেখানে নারী ক্রিকেটাররা দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পায়। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে তা আয়োজিত হয়নি।
নারীদের জন্য পুরুষদের মতো সংস্করণে আইপিএল আয়োজন করলে তা ভারতীয় ক্রিকেটের উন্নতি বয়ে নিয়ে আসবে বলে জানান হারমানপ্রীত কাউর। তিনি বলেন, ‘পুরুষ ক্রিকেটাররা জাতীয় দলে আসার আগে আইপিএল খেলে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিদ্বন্দ্বীতা সম্পর্কে ধারণা পায়। নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারে। এটাই তাদের উন্নতির কারণ।’
ভারতীয় নারী ক্রিকেটে এ বিষয়টির অভাব আছে বলে মনে করেন হারমানপ্রীত। তিনি বলেন, ‘আমরা এ দিক থেকে অনেক পিছিয়ে আছি। আমরা যদি এ রকম ম্যাচ খেলতে পারি তাহলে আমরাও পুরুষ ক্রিকেটারদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য নিয়ে আসতে পারবো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]