দিল্লির বিপক্ষে ইনিংসটি অত্যন্ত কঠিন ছিল : ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১১ অক্টোবর ২০২১
দিল্লির বিপক্ষে ইনিংসটি অত্যন্ত কঠিন ছিল : ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে ধোনির ক্যামিওতে ম্যাচ নিজেদের করে নিয়েছেন চেন্নাই। পুরো আইপিএলজুড়ে ফর্মে না থাকলেও কোয়ালিফায়ারে এসে ধোনি জানান দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি। দিল্লির বিপক্ষে ৬ বলে ১৮ রানের এ ইনিংসটি অত্যন্ত কঠিন ছিল বলে জানান ধোনি।

রোববার (১০ অক্টোবর) দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় চেন্নাই এবং দিল্লি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৭২ রান করে দিল্লি। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিরে যান চেন্নাই ওপেনার ফ্যাফ ডু প্লেসিস। এরপর ১১০ রানের জুটি গড়ে তোলেন গায়কোয়াড এবং রবিন উথাপ্পা। তবে রবিন উথাপ্পার বিদায়ের পর কিছুটা চাপে পড়ে চেন্নাই।

চেন্নাই চাপে পড়লে দলের ত্রাণকর্তা রুপে আবির্ভূত হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দিল্লির বিপক্ষে এ ইনিংস খেলাটা অত্যন্ত কঠিন ছিল বলে মনে করেন তিনি। বলেন, ‘এটা আমার অন্যতম কঠিন এক ইনিংস। দিল্লির বোলিং লাইন আপ বেশ ভালো। তারা কন্ডিশনের সুবিধা বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছিল। তাই আমাদের জন্য ব্যাটিং করা কঠিন হয়ে পড়ছিল।’

পুরো টুর্নামেন্টজুড়ে ভালো না খেলেও দিল্লির বিপক্ষে বল বুঝে ব্যাট করতে চেয়েছিলেন বলে জানান তিনি। ধোনি বলেন, ‘আমি টুর্নামেন্টজুড়ে ভালো খেলি নাই। তাই আমি বলের দিকে খেয়াল রাখছিলাম এবং বুঝতে চাচ্ছিলাম বোলার কি ধরনের বল করবে।’

দিল্লির বিপক্ষে ম্যাচের ইনিংসের মতো খেলার জন্য নেটে নিয়মিতই অনুশীলন করছেন বলে জানান চেন্নাই অধিনায়ক। ভালো খেলতে না পারায় চাপ নিতে চান না ধোনি। এটাই তার জন্য সাফল্যের মূলমন্ত্র বলে জানান।

বলেন, ‘আমি নেটে ভালো ব্যাট করছিলাম। আমি ব্যাটিং নিয়ে বেশি কিছু ভাবছিলাম না। বেশি চিন্তা করলে হয়তো আমি ব্যাট করতে পারতাম না।’

এছাড়াও ঋতুরাজ গায়কোয়াড এবং রবিন উথাপ্পাকেও প্রশংসায় ভাসান মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও ব্যাটারদের কল্যাণেই বেশ দ্রুতই প্লে অফ নিশ্চিত করতে পেরেছিল বলে জানান তিনি।

বলেন, ‘গতবার আমরা প্রথমবারের মতো প্লে অফে খেলতে পারি নাই। এবার ব্যাটারদের দুর্দান্ত পারফর্মেন্সে তিন-চার ম্যাচ আগেই প্লে অফ নিশ্চিত করেছিলাম।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনি ঝলক, ফাইনালে চেন্নাই

ধোনি ঝলক, ফাইনালে চেন্নাই

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

আইপিএলের বিস্ময় উমরান এবার ভারতের নেটে

আইপিএলের বিস্ময় উমরান এবার ভারতের নেটে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার