ধোনি ঝলক, ফাইনালে চেন্নাই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ পিএম, ১১ অক্টোবর ২০২১
ধোনি ঝলক, ফাইনালে চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। দল যখন চাপে, নিজের স্বভাব সুলভ ক্যামিওতে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখনও হারিয়ে যাননি সেটাই হয়তো আবারও প্রমাণ করতে চাইলেন।

রোববার (১০ অক্টোবর) দুবাইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে নামে দিল্লি ক্যাপিটালস। শুরুতেই ধোনির নেওয়া সিদ্ধান্তের যৌক্তিতা প্রমাণ করেন অজি পেসার জশ হ্যাজলেউড। তার জোড়া আঘাতে ৫০ রানে দুই উইকেট হারিয়ে বসে দিল্লি।

উইকেটে প্রায় থিতু হয়েই গিয়েছিলেন অক্ষর প্যাটেল। তবে মঈন আলির বলে মিচেল স্যান্টন্যারের কাছে ক্যাচ দিয়ে ফিরলে আবারও বিপদে পড়ে দিল্লি।

এরপর দলের হাল ধরেন এক প্রান্ত আগলে রাখা ওপেনার পৃথ্বী শ এবং অধিনায়ক ঋষাভ পান্থ। দুইজনের পঞ্চাশর্ধো ইনিংস এবং শেমরন হেটমায়ারের ৩৭ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে ১৭২ রান তোলে দিল্লি।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন প্রোটিয়া ব্যাটার ফ্যাফ ডু প্লেসিস। এরপর শুধুই চেন্নাইয়ের প্রতিরোধের গল্প। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড এবং ব্যাটার রবিন উথাপ্পার ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল চেন্নাই।

টম কারান উথাপাকে ফিরিয়ে ১১০ রানের জুটি ভাঙলে কিছুটা চাপে পড়ে চেন্নাই। স্কোর বোর্ডে ১১৩ থেকে ১১৯ রান তুলতেই একে একে চেন্নাইয়ের তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরলে বেশ চাপে পড়ে চেন্নাই।

তবে ঋতুরাজ এবং মঈন আলি চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। চাপ সামলে ওঠার আগেই আবারও দিল্লির আঘাত, এবার ঋতুরাজ ফিরেন প্যাভিলিয়নে। এরপরই শুরু অধিনায়ক ধোনির ইনিংস।

এবারের আসর ধোনির জন্য কোনোভাবেই ভালো যাচ্ছিলো না। পুরো ক্যারিয়ার জুড়ে ম্যাচ শেষ করতে যার জুড়ি মেলা ভার, সে ধোনিই নিজের কাজটা করতে পারছিলেন না। শেষ পর্যন্ত দিল্লির বিপক্ষে ৬ বলে ১৮ রানের ঝড় তুলে দলকে জয়ের বন্দরে ভেড়ান। দেখালেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও হারিয়ে যাননি।

সংক্ষিপ্ত স্কোর
দিল্লি ক্যাপিটালস: ১৭২/৫ (২০ ওভার)
পৃথ্বী ৬০, পান্থ ৫১*
হ্যাজলউড ২৯/২, জাদেজা ২৩/১

চেন্নাই সুপার কিংস: ১৭৩/৬ (১৯.৪ ওভার)
গায়কোয়াড ৭০, উথাপ্পা ৬৩, ধোনি ১৮*
টম কারান ২৯/৩।

ফলাফল: চেন্নাই ৪ উইকেটে জয়ী

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা

আইপিএলের বিস্ময় উমরান এবার ভারতের নেটে

আইপিএলের বিস্ময় উমরান এবার ভারতের নেটে

বিশ্বকাপে করোনা পজিটিভ দলের সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি : আইসিসি

বিশ্বকাপে করোনা পজিটিভ দলের সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি : আইসিসি

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ