বিশ্বকাপে করোনা পজিটিভ দলের সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি : আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১১ অক্টোবর ২০২১
বিশ্বকাপে করোনা পজিটিভ দলের সিদ্ধান্ত নেবে বিশেষ কমিটি : আইসিসি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ভারত থেকে সরে গিয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কঠিন প্রটোকল ও বায়ো-বাবলের মধ্যেও খেলোয়াড়দের কোভিড-১৯ পজিটিভ হওয়ার শঙ্কা রয়েছে। যদি তাই হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড নয়, ওই দলের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসির গঠিত বিশেষ কমিটি।

মহামারির মাঝেও রোববার (১৭ অক্টোবর) থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হতে যাওয়া আসরটি সুন্দরভাবে শেষ করতে চায় আইসিসি। ফলে প্রত্যেক দলের খেলোয়াড়দের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

সেপ্টেম্বরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সফরকারী ভারতের মধ্যকার সিরিজে ম্যানচেস্টারে পঞ্চম ও শেষ টেস্টের টস শুরুর আগমুহূর্তে কোভিড-১৯ আতঙ্কে বাতিল করা হয়েছে। এতে বেশ আর্থিক ক্ষতি গুনতে হয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ এলার্ডিচ বলেছেন, শেষ মুহূর্তে এ ধরনের, অর্থাৎ ম্যাচটির ভাগ্য নির্ধারণ করতে পারবে কেবল জৈব-সুরক্ষা বলয় বিষয়ক উপদেষ্টা কমিটি।

রোববার (১০ অক্টোবর) আইসিসির এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান। এ সময় ১৬ জাতির মাসব্যাপী এ টুর্নামেন্টে অধিকাংশ সময় দলগুলোর কর্যক্রম হেটেলেই সিমাবদ্ধ থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এলার্ডিচ বলেন, ‘ইভেন্ট চলাকালে কোভিড সংক্রান্ত ঘটনা দেখভাল করার জন্য একটি কমিটি গঠন করা হবে। তারা এ বিষয়ে তীক্ষ্ম দৃষ্টি রাখবে। ম্যাচকে কেন্দ্র করে যেকোন সিদ্ধান্ত কেবল ওই কমিটিই নিতে পারবে। দ্বিপাক্ষিক ক্রিকেটের মতো এ ধরনের সিদ্ধান্ত সংশ্লিষ্ট বোর্ড নিতে পারবে না।’

এছাড়া সম্প্রতি তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির অংশগ্রহণ নিয়েও কথা বলেন এলার্ডিচ।

তিনি বলেন, ‘আগস্টে যখন আফগানিস্তানের ক্ষমতার পালাবদল ঘটছিল তখন আমরা দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করেছি। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে বোর্ডের মাধ্যমে দেশটির ক্রিকেটের উন্নয়ন ঘটানো এবং তাদের সমর্থন দেেয়া। ভিন্ন প্রেক্ষাপটে দেশটির আচরণ কেমন হয় সেটি দেখার অপেক্ষায় রয়েছি আমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির পরিচালনা পরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়ে করণীয় ঠিক করা হবে।’

তালেবান কর্তৃক আফগানিস্তানে নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ নিষিদ্ধ করার খবরে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পাইন সম্প্রতি বলেছেন, বিশ্বকাপ থেকে দলটিকে ছেটে ফেলা অচিত, অথবা আফগানিস্তানের বিপক্ষে খেলা বর্জন করা উচিৎ।’

তবে বিশ্বকাপ আসরে আফগানিস্তানের অংশগ্রহণ নিয়ে কোন সংশয় নেই বলে জানিয়েছেন এলার্ডিচ। বলেন, ‌‘তারা আইসিসির পুর্ণ সদস্য রাষ্ট এবং তারা টুর্নমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা ‘বি’ গ্রুপের হয়ে টুর্নামেন্টে অংশ নিবে। তাদের অংশগ্রহণের বিষয়টি স্বাভাবিক নিয়মেই হচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের চূড়ান্ত দলে শ্রীলঙ্কার তিন পরিবর্তন

বিশ্বকাপের চূড়ান্ত দলে শ্রীলঙ্কার তিন পরিবর্তন

শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার