কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে সাড়া ফেলে দিয়েছেন কাশ্মিরের পেসার উমরান মালিক। আইপিএল থেকে সরাসরি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উমরান। তবে মূল স্কোয়াডে নয়, বিশ্বকাপে ভারতের সাথে থাকবেন নেট বোলার হিসেবে।
এক লিস্ট ‘এ’ এবং এক টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন উমরান। মূলত গতির কারণে সে সুযোগ পেয়েছিলেন তিনি। থাঙ্গারাসু নটরাজনের ইনজুরির সুবাদে হায়দরাবাদের মূল স্কোয়াডে ডাক পান উমরান। সেখান থেকে চমক দেখিয়েই হচ্ছেন ভারতীয় দলের বিশ্বকাপ সঙ্গী।
আইপিএলে উমরানের করা বলটি ছিল ১৪৫ কিমি গতির। পরের বলটিতেই ১৫০ স্পর্শ করেন তিনি। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দেন। ম্যাচে ১৫০ কিমি গতির আরও কয়েকটি বল করেন তিনি।
দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বোলিং করে শিকার করেন ১ উইকেট। তবে আলোচনা শুরু হয় তার গতি নিয়ে। এদিন তার একটি ডেলিভারি ১৫৩ কিমি গতি স্পর্শ করেন।
আইপিএলে নিজের তৃতীয় ম্যাচে খরুচে বোলিং করলেও গতির সাথে কোনো আপোষ করেননি উমরান। তার গতিময় বোলিং নজর কাড়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
প্রতিপক্ষ দলে থাকা গতিময় পেসারদের সামলাতে উমরানকে নেওয়া হচ্ছে বিশ্বকাপে ভারতীয় দলের নেটে। চলতি বছরের ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]