দলে সরফরাজের অন্তর্ভুক্তি নিয়ে বিরক্ত ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ পিএম, ১০ অক্টোবর ২০২১
দলে সরফরাজের অন্তর্ভুক্তি নিয়ে বিরক্ত ইনজামাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বেশ বড় সড় নাটকই দেখালো পাকিস্তান। প্রথমে বেশ ঘটা করে দল ঘোষণা করেছিল। সে দল বদলে দুই দফায় চার ক্রিকেটারকে পরিবর্তন করেছে পাকিস্তান।

বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েছেন সরফরাজ আহমেদ, ফখর জামান, হায়দার আলি এবং শোয়েব মালিক। তবে ফখর, হায়দার কিংবা মালিককে নিয়ে কোনো আপত্তি করেননি সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক। আপত্তি উঠেছে সরফরাজ আহমেদের অন্তর্ভুক্তি নিয়ে। সাবেক এ অধিনায়ককে কেন দলে ঢোকানো হলো তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ইনজামাম।

দল ঘোষণার পর থেকেই স্কোয়াড নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিংবদন্তি পেসার শোয়েব আকতার দল নির্বাচনের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন।

এছাড়াও সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি তো বলেই দিয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসবে। এছাড়াও সাবেক উইকেটরক্ষক ব্যাটার মঈন খানের ছেলে আজম খানের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

আজমের খানের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। আর এতেই বিরক্তি প্রকাশ করেছেন ইনজামাম। গণমাধ্যমের সমালোচনাতে দলে বদল আনা উচিত নয় বলে জানিয়েছেন তিনি।

ইনজামাম বলেন, ‘নির্বাচক কমিটি যদি পারফরম্যান্সের ওপর নির্ভর করে দল নির্বাচন করতে চায়, তবে বয়স ও অন্যান্য সবকিছু ভুলে যাওয়া উচিত। আপনি যদি সরফরাজকে খেলাবেনই-না, তখন তাকে বহন করছি কেন? গত দুই বছরে সে কয়টা টি-টোয়েন্টি খেলেছে? সাবেক অধিনায়ক সে। তাকে দলে নিয়ে না খেলানোর কোনো মানে হয় না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে নতুন স্কোয়াড দিলো পাকিস্তান

সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে নতুন স্কোয়াড দিলো পাকিস্তান

আফগানিস্তান দলের নতুন দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার

আফগানিস্তান দলের নতুন দায়িত্বে অ্যান্ডি ফ্লাওয়ার