বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তান দুই দফা পরিবর্তন আনার পর এবার একই পথে হাঁটলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলের বাইরে থেকে কাউকে যুক্ত করেনি বাংলাদেশ। মূল দলের সাথে রিজার্ভে থাকা টাইগার পেসার রুবেল হোসেনকে যুক্ত করে নতুন স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র কয়েকদিন সময় বাকি। স্কোয়াডের বাইরে থাকা ডানহাতি পেসার রুবেল হোসেনকে যুক্ত করেছে। তাকে নিয়ে স্কোয়াডের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।
ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী রোববার (১০ অক্টোবর) পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো। সে সুযোগকে কাজে লাগিয়েই স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছরের ৯ সেপ্টেম্বর দুইজন রিজার্ভসহ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সে দলে রিজার্ভ হিসেবে ছিলেন পেসার রুবেল হোসেন এবং স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপের মূল স্কোয়াডে ১৫জন ক্রিকেটার থাকতে পারবেন। তাহলে রুবেল হোসেন কিভাবে মূল স্কোয়াডের সাথে যুক্ত হবেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখা দেয়নি বিসিবি। রিজার্ভ হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লব দেশে ফিরে আসবে বলে জানা গেছে।
বর্তমানে ওমানে অবস্থান করছে বাংলাদেশ। সূচি অনুযায়ী শনিবার (৯ অক্টোবর) আবুধাবি পাড়ি জমানোর কথা থাকলেও যাত্রা একদিন পিছিয়েছে। আবুধাবিতে গিয়ে কোনো অনুশীলন সেশন না করেই মঙ্গলবার (১২ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ওমানে ফিরে মূলপর্বে নামার জন্য প্রস্তুতি নিবে টাইগাররা।
বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, রুবেল হোসেন।
রিজার্ভ
আমিনুল ইসলাম বিপ্লব।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]