তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগান ক্রিকেটে চলছে পরিবর্তনের হাওয়া। এবার আফগানিস্তান দলের নতুন দায়িত্ব আসছেন সাবেক জিম্বাবুইয়ান অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। বিশ্বকাপে আফগানিস্তান দলের পরামর্শকের দায়িত্বে থাকবেন তিনি।
শনিবার (৮ অক্টোবর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) অ্যান্ডি ফ্লাওয়ারের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এসিবির বিবৃতিতে বলা হয়েছে, অন্যান্য কোচিং স্টাফের সাথে ফ্লাওয়ার ইতিমধ্যেই আফগানিস্তান দলের সাথে বায়ো-বাবলে যোগ দিয়েছেন।
আফগানিস্তানের কোচিং প্যানেলে ইতিমধ্যেই যুক্ত হয়েছে বড় বড় নাম। দলটির প্রধান কোচ হিসেবে কাজ করছেন ল্যান্স ক্লুজনার। এছাড়াও বোলিং কোচের দায়িত্বে আছেন শন টেইট।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার কোচিংয়েই দলটি ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল।
কোচ হিসেবে বেশ সমৃদ্ধ অ্যান্ডি ফ্লাওয়ারের ক্যারিয়ার। ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও বিশ্বের প্রায় সব ফ্রাঞ্চাইজি ক্রিকেটেই কোচ এবং পরামর্শক হিসেবে কাজ কাজ করার অভিজ্ঞতা আছে তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই কাতারের রাজধানী দোহায় ক্যাম্প শুরু করেছে আফগানিস্তান। সেখানেই দলের সাথে যোগ দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার।
অ্যান্ডি ফ্লাওয়ারকে দলের কোচিং প্যানেলে যুক্ত করতে পেরে বেশ খুশি এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি। তিনি বলেন, ‘অ্যান্ডি এসিবিতে যোগ দেওয়ায় আমরা খুশি। অ্যান্ডি ফ্লাওয়ার ইতিমধ্যেই কয়েকজন ক্রিকেটারের সাথে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে কাজ করেছেন। তার অভিজ্ঞতা বিশ্বকাপে আমাদের কাজে লাগবে।’
নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকায় সরাসরি সুপার টুয়েলভে খেলবে আফগানিস্তান। গ্রুপ ‘২’ এ আফগানিস্তানের সঙ্গী ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং প্রাথমিক পর্ব পেরিয়ে আসা দুই দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]