ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে শনিবার (৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে টাইগারদের এ যাত্রা পিছিয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে একদিন পিছিয়ে রোববার (১০ অক্টোবর) আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকা বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম শনিবার (৯ অক্টোবর) স্পোর্টসমেইল২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কোভিড বিবেচনায় শনিবারের (৯ অক্টোবর) চার্টার্ড ফ্লাইটটি রোববার (১০ অক্টোবর) পুনর্নির্ধারণ করেছে আইসিসি এবং এখন তিনটি দল (বাংলাদেশ, ওমান এবং শ্রীলঙ্কা) একই ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে।’
ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। একই ফ্লাইটে যাবে শ্রীলঙ্কা ও ওমান ক্রিকেট দল।
রোববার সন্ধ্যায় ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতর উদ্দেশে বিমানে উঠবে বাংলাদেশ দল। ওমানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) বিমান ছাড়ার সূচি রয়েছে।
পূর্বের সূচি অনুযায়ী শনিবার (৯ অক্টোবর) আরব আমিরাতে গিয়ে রোববার (১০ অক্টোবর) একদিনের কোয়ারেন্টাইন পালন করার কথা ছিল। পরদিন সোমবার (১১ অক্টোবর) অনুশীলন করতো টাইগাররা। তবে যাত্রা পিছিয়ে যাওয়ায় সোমবার অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
এখন রোববার আরব আমিরাত গিয়ে সোমবার একদিনের কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার (১২ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুটি প্রস্তুতি ম্যাচ শেষে শুক্রবার (১৫ অক্টোবর) আবারও ওমান ফিরে ১৭ অক্টোবর (রোববার) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ১৬ অক্টোবর (শনিবার) ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করতে পারবে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী।
রিজার্ভ : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]