বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড। সভাপতি হওয়ার সদ্য নির্বাচনে সর্বাধিক ৫৩ ভোট পেয়ে পরিচালক পদের নির্বাচিত হয়েছেন তিনি। তবে নির্বাচনের আগে কোন কাউন্সিলরের কাছে ভোট চাননি বলে জানিয়েছেন নাজমুল হাসান।
বিসিবির পরিচালক পদে নির্বাচনে যে তিনজন সর্বাধিক ৫৩ ভোট পেয়েছেন, তাদের মধ্যে নাজমুল হাসান পাপন একজন। ঢাকার ক্লাব ক্রিকেটের ভোটারদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
বুধবার (৬ অক্টোবর) নির্বাচন শেষে বৃহস্পতিবার নির্বাচিত পরিচালকদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে চতুর্থ মেয়াদে বোর্ড সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। এর আগে দুপুরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
টানা বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন নাজমুল হাসান পাপন। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে সর্বাধিক ভোটে জয় হলেও কারো কাছে ভোট চাননি তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, ‘সত্যি কথা হলো, আমি কারো কাছে ভোট চাইনি। কারণ, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, ভোটাররা কী মনে করে। তাই আমি কারো কাছে ভোট চাইনি।’
এছাড়া সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের জবাবে টানা সভাপতি নির্বাচিত হওয়ার পর নতুন মেয়াদে বাংলাদেশ ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনার কথা জানান তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]