টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোবিজ্ঞানী রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে জৈব-সুরক্ষা বলয়ে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে এ পদক্ষেপ গ্রহণ করেছে আইসিসি।
মানসিক অবসাদ কাটাতে সম্প্রতি ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে গেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। এছাড়া বিভিন্ন সফর এবং টুর্নামেন্টে জৈব-সুরক্ষা বলয়ের কারণে অনেক খেলোয়াড়ের মধ্যেই মানসিক অবসাদ ফুটে উঠেছে। এছাড়া টানা জৈব-সুরক্ষা বলয়ের কারণে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অনেকেই অংশ নেননি বা অনেকেই সড়ে দাঁড়ান।
১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বিশ্বের ১৬ দলকে নিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাসব্যাপী এ টুর্নামেন্টে খেলোয়াড়দের অধিকাংশ সময়ই হোটেলে কাটাতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের জৈব নিরাপত্তার প্রধান অ্যালেক্স মার্শাল সাংবাদিকদের বলেন, ‘ অনেকেই বিশেষ করে দীর্ঘ সময় জৈব-সুরক্ষার মধ্যে থাকায় মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে। সার্বক্ষণিকভাবে আইসিসির একজন মনোবিজ্ঞানী থাকবেন। প্রয়োজনে যেকোন সময় মনোবিজ্ঞানীর সাথে কথা বলতে পারবেন।’
ভারতের অধিনায়ক বিরাট কোহলিসহ শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মন্তব্যর পর অনেক দল টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের জন্য মানসিক অবস্থার দিকে জোড় দিয়েছে।
সেলফিবাজ ভক্তদের খেলোয়াড়দের কাছ থেকে দূরে রাখা হবে বলেও জানিয়েছেন মার্শাল। তিনি বলেন, ‘খেলোয়াড়দের আলাদা রাখা হবে এবং তাদের জন্য নির্ধারিত পরিবেশের মধ্যে থাকতে হবে, তাই ভক্ত এবং খেলোয়াড়দের মধ্যে সরাসরি শারীরিকভাবে মিশতে দেওয়া হবে না এবং আমি নিশ্চিত যে সবাই বুঝতে পারবে।’
তবে খেলোয়াড়দের জৈব-সুরক্ষিত স্থানে গল্ফ বা দর্শনীয় স্থান ভ্রমণের সাথে বিশ্রামের অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]