শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৮ অক্টোবর ২০২১
শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের ট্রেনার থেকে অব্যাহতি নিচ্ছেন নিক ওয়েব। ভারতের সাথে নতুন করে চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) বিষয়টি জানিয়েছেন তিনি। এতে বিরাট কোহলিদের স্ট্রেংথ এবং কন্ডিশনিং ট্রেনার হিসেবে ওয়েবের দুই বছরের পথচলা থামছে।

বিসিসিআইয়ের সাথে চুক্তি না বাড়ানোর কারণ হিসেবে করোনামহামারিকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। যেকোনো দেশ থেকে ভারতের প্রবেশের ক্ষেত্রে কঠোর কোয়ারেন্টাইন নিয়ম পালন করতে হয়। সে ঝামেলার কারণে দীর্ঘদিন ধরেই পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে।

করোনাভাইরাস মহামারির কারণে পরিবারকে সময় দিতে পারছেন না বলে জানান নিক ওয়েব। তিনি বলেন, ‘সম্প্রতি আমি বিসিসিআইকে জানিয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চুক্তি বাড়াবো না। সিদ্ধান্তটা কঠিন ছিল। তবে পরিবারকে গুরুত্ব দিতে হবে। নিউজিল্যান্ডের নাগরিকদের নিজ দেশে প্রবেশ করার বিধিনিষেধ চুক্তি না বাড়ানোর প্রধান কারণ।’

নিউজিল্যান্ডের করোনা বিধিনিষেধে শিথিলতা আসলেও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। পরিবারের সদস্যদের থেকে দীর্ঘদিন দূরে থাকতে চাননা তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

এ বিষয়ে ওয়েব বলেন, ‘ভবিষ্যতে বিধিনিষেধে শিথিলতা আসবে। তবে ৫ থেকে ৮ মাস পরিবার থেকে দূরে থাকা আমার জন্য কঠিন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আমার নিজের মধ্যে অস্থিরতা কাজ করছে।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছেন প্রধান কোচ রবি শাস্ত্রী। এছাড়াও কোচিং স্টাফের বাকি সদস্যরাও দায়িত্বে থাকতে অনীহা প্রকাশ করেছেন। তাই বলা যায়, বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচিং প্যানেলে আসছে বড় পরিবর্তন আসছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

ঘূর্ণিঝড়ে বিশ্বকাপ বাতিল করতে চেয়েছিল ওমান!

ঘূর্ণিঝড়ে বিশ্বকাপ বাতিল করতে চেয়েছিল ওমান!

ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন শাহিন আফ্রিদি

ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন শাহিন আফ্রিদি

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’