ইনজুরিতে পড়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গিয়েছেন ইংলিশ পেসার স্যাম কারান। এ ইংলিশ অলরাউন্ডারের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসের দলে জায়গা পেয়েছিলেন ডমিনিক ড্রেকস।
করোনাভাইরাস মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাতের আইপিএলের দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্বে মাত্র দুই ম্যাচ খেলে ইনজুরিতে পড়েন স্যাম কারান। দুই ম্যাচেই বল হাতে ছিলেন বেশ খরুচে। পাশাপাশি ব্যাট হাতেও বলার মতো কিছু করতে পারেননি।
সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ চলাকালীন বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন স্যাম কারান। পিঠের ইনজুরির কারণে আইপিএলের পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াড থেকেও ছিটকে গিয়েছেন তিনি।
কারানের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছে ডমিনিক ড্রেকস। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি তিনি। তবে নিজেকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রমাণ করেছেন তিনি।
সিপিএলের এবারের আসরে সেন্ট কিট এন্ড নেভিসের হয়ে ১১ ম্যাচে শিকার করেছিলেন ১৬ উইকেট। এমন পারফরম্যান্সের পরই মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে সুযোগ মিলে আইপিএলের আরব আমিরাত পর্বে। এবার চেন্নাইয়ের হয়ে ডাক পেয়েছেন মূল স্কোয়াডে।
সবমিলিয়ে ড্রেকসের ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলছেন ১৯ টি। যেখানে ২১.৮৫ গড়ে ১৫৩ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২০ উইকেট। আর তার ইকোনোমি ৮.৯৭।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]