নির্বাচনের আগে নাজমুল হাসান পাপন বার বার বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলেও আর সভাপতি হতে চান না। চিকিৎসকরা তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন। নতুন কেউ আসলে তিনি খুশি হবেন।’ তবে সব কিছু ছাপিয়ে টানা চতুর্থ মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব নিলেন নাজমুল হাসান পাপন। নির্বাচনে জয়ী ২৫ পরিচালক এ পদে তাকেই বেছে নিয়েছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) নতুন নির্বাচিত পরিচালকদের বৈঠকে নাজমুল হাসান পাপনকে সভাপতি হিসেবে বেছে নেন। এর আগে বুধবার (৬ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।
বিসিবি নির্বাচনে ৩ ক্যাটাগরিতে ভোট দেন কাউন্সিলররা। বিভাগ, ক্লাব ও সংস্থা ক্যাটাগরিতে ভোট দিয়েছেন তারা।নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে জয়ী হন নাজমুল হাসান পাপন। এ বিভাগে ৫৭ জন ভোটারদের মধ্যে ৫৩ জন ভোট দিয়েছেন।
২০১২ সালে নাজমুল হাসান পাপন প্রথমবার সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৪তম সভাপতি হন। ২০১৩ ও ২০১৭ সালে টানা দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পাপন। সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে প্রথমে পরিচালক এবং পরে আবারও টানা চতুর্থ মেয়াদে বোর্ড সভাপতি নির্বাচিত হলেন।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]