আবারও আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০৮ অক্টোবর ২০২১
আবারও আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন স্টোকস

এ ছবিতেই অস্ত্রপাচের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে

দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে বিরতিতে আছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এ কারণে অ্যাশেজে থাকা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। এবার আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন তিনি। এতে প্রায় নিশ্চিত করেই বলা যায় অ্যাশেজে থাকছেন না বেন স্টোকস।

বুধবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বেন স্টোকস। চলতি বছরের জুলাই থেকে ক্রিকেট থেকে বিরতিতে আছেন। বিরতিতে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটা তার প্রথম ছবি।

ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করার পর থেকে ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম জানায় সোমবার (৪ অক্টোবর) স্টোকসে হাতে অস্ত্রপচার সম্পন্ন করা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় আঙ্গুলের চোটে পড়েন স্টোকস। তখন তার আঙ্গুলে প্রথম দফা অস্ত্রপচার করা হয়। পরে ইনজুরি কাটিয়ে ক্রিকেটেও ফিরেছিলেন। তবে পুরোপুরি ফিট হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটও খেলে ফেলেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে খেলেছিলেন তিনি। ওই সিরিজের তিন ম্যাচেই ব্যাথানাশক ইনজেকশন নিয়েছিলেন স্টোকস।

পাকিস্তান সিরিজের শেষে দ্য হানড্রেডেও দুই ম্যাচ খেলেন স্টোকস। তবে মাঝপথে মানসিক স্বাস্থ্যের দিকে নজর থেকে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যান তিনি।

ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি স্টোকস। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন না তিনি। এবার অ্যাশেজ থেকে তার বিদায়ও একরকম নিশ্চিতই বলা যায়। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া সর্বশেষ অ্যাশেজেও ছিলেন না তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন শাহিন আফ্রিদি

ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন শাহিন আফ্রিদি

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’

বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন অজি কিংবদন্তি স্ল্যাটার

বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন অজি কিংবদন্তি স্ল্যাটার