পরাজয় মেনে ক্রিকেটের সাথেই থাকার ঘোষণা দিলেন পাইলট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৭ অক্টোবর ২০২১
পরাজয় মেনে ক্রিকেটের সাথেই থাকার ঘোষণা দিলেন পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে হেরেছেন ক্যাটাগরি-১ এ রাজশাহী বিভাগের প্রার্থী খালেদ মাসুদ পাইলট। নির্বাচনে হার মেনে নিয়ে ক্রিকেটের সাথে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন খালেদ মাসুদ পাইলট। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিং পেশায় নাম লিখিয়েছেন তিনি। এবার সংগঠক হিসেবে কাজ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে, তবে রাজশাহী বিভাগের আরেক প্রার্থী সাইফুল আলম চৌধুরি স্বপনের কাছে হেরেছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই নিজেই জানিয়েছেন তিনি হেরে গেছেন। রাজশাহী বিভাগে মোট ৯ ভোটের মধ্যে ২ ভোট পেয়েছেন তিনি। অপরদিকে ৭ ভোট পেয়েছেন সাইফুল ইসলাম চৌধুরি স্বপন।

নির্বাচনের ফলাফল জানানোর পর তিনি বলেন, ‘যারা কাউন্সিলর ছিলেন সবাইকে ধন্যবাদ। যারা আমার সতীর্থ ছিলেন, তাকে বেশি যোগ্য বলে মনে করেছেন তারা। তাই তাকে ভোট দিয়েছেন। আশা করি তার মাধ্যমে রাজশাহী এবং বাংলাদেশ ক্রিকেট যেন ভালোভাবে সেবা পায়।’

নির্বাচনে হারলেও ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন না বলে জানিয়েছেন খালেদ মাসুদ পাইলট। বলেন, ‘আমি স্বপ্ন নিয়ে এসেছিলাম। তারা হয়তো তাকে বেশি বিশ্বাস করেছে, এজন্য ভোট দিয়েছে। ক্রিকেটের সঙ্গে ছিলাম, হয়তো আরও বড় পরিধিতে কাজ করার চিন্তা ছিল। সে সুযোগটা হয় নাই। তবে আমি সবসময় ক্রিকেটের সাথেই আছি। নতুন যারা পরিচালক আসবেন তাদের জন্য শুভকাম্না রইলো। তারা যেন বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই আশা।’

রাজশাহী বিভাগ থেকে স্বপনকে বেছে নেওয়ায় কাউন্সিলরদের কোনো দোষ দেখেননি পাইলট। তার কাছে কাউন্সিলরদের ভোটটা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যারা কাউন্সিলর তাদের ভোটটা গুরুত্বপূর্ণ। তারাই আসলে বিচার করবে কোন মানুষকে আনা উচিত। তারা হয়তো আমার প্রতিপক্ষকে আরও যোগ্য মনে করেছেন। আমার স্বপ্ন ছিল আমি আসবো। ভালো কিছু করব। যেহেতু খেলেছি, এরপর মাঠ বা খেলোয়াড় তৈরির অভিজ্ঞতা হয়েছিল। সে স্বপ্ন নিয়ে এসেছিলাম। ওই সৌভাগ্য হয় নাই। কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর করে ইলেকশন করার।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির নির্বাচনে জয়ী হলেন যারা

বিসিবির নির্বাচনে জয়ী হলেন যারা

বিশাল ব্যবধানে জিতলেন খালেদ মাহমুদ সুজন

বিশাল ব্যবধানে জিতলেন খালেদ মাহমুদ সুজন

বিসিবির পরিচালক পদে নির্বাচিত পাপন

বিসিবির পরিচালক পদে নির্বাচিত পাপন

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম