বিশাল ব্যবধানে জিতলেন খালেদ মাহমুদ সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ এএম, ০৭ অক্টোবর ২০২১
বিশাল ব্যবধানে জিতলেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিশাল ব্যবধানে জিতেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ধারণা করা হয়েছিল ক্যাটাগরি-৩ এর দুই প্রার্থী খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে কোনো ধরনের লড়াইয়ের মুখেই পড়তে হয়নি সুজনকে।

বেসরকারিভাবে পাওয়া ফলে জানা গেছে, নাজমুল আবেদিন ফাহিমকে ৩৭-৩ ব্যবধানে হারিয়েছে খালেদ মাহমুদ সুজন। ক্যাটাগরি-৩ এর অন্তর্ভূক্ত ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, সার্ভিসেস, বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষাবোর্ডের কাউন্সিলররা।

সর্বশেষ নির্বাচনে ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল এবারও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে নির্বাচনে দাঁড়ান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাউন্সিলর নাজমুল আবেদিন ফাহিম।

দেশ বরেণ্য কোচ এবং বিকেএসপির শিক্ষক হওয়ায় ধারণা করা হয়েছিল সুজনের সাথে বেশ তার লড়াই হবে। তবে নির্বাচনের মঞ্চে কোনো লড়াই করতে পারেননি তিনি।

ক্যাটাগরি-৩ ভোটার সংখ্যা ছিল ৪৩ জন। ৪৩ ভোটারের মধ্যে ৩৭ ভোট পেয়েছেন খালেদ মাহমুদ সুজন এবং ৩ ভোট পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির পরিচালক পদে নির্বাচিত পাপন

বিসিবির পরিচালক পদে নির্বাচিত পাপন

বিসিবির নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফাহিম

বিসিবির নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফাহিম

শেষ বিকেলে ভোট দিলেন নাজমুল হাসান পাপন

শেষ বিকেলে ভোট দিলেন নাজমুল হাসান পাপন

বিসিবি নির্বাচন : বোর্ড পরিচালনায় কারা আসছেন?

বিসিবি নির্বাচন : বোর্ড পরিচালনায় কারা আসছেন?