বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৭ অক্টোবর ২০২১
বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

কয়েকদিন পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপে দর্শক থাকবে এ বিষয়ে বেশ আগেই নিশ্চয়তা দিয়েছিল ইন্টারন্যাশ্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার নতুন সুখবর দিচ্ছে আবুধাবি স্পোর্টস কাউন্সিল। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

করোনাভাইরাস মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বদল করে আরব আমিরাতে নেওয়া হয়েছে। তখনই জানানো হয়েছিল স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে পারবে। তবে কতজন দর্শক প্রবেশের অনুমতি পাবে তা তখন জানানো হয়নি।

বিশ্বকাপের আগ মুহূর্তে আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের স্থগিতকৃত অংশ। গ্যালারিতে দর্শক রেখেই আয়োজন করা হচ্ছে আইপিএল।

আইপিএলে সফলতা পাবার বিশ্বকাপেও দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আবুধাবি স্পোর্টস কাউন্সিল। মাঠের ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। আইপিএলে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি রয়েছে।

করোনা প্রোটোকল মেনে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করতে হচ্ছে। দুই ডোজ টিকা নেওয়া থাকলে এবং সর্বশেষ ৪৮ ঘণ্টায় করোনা টেস্টে নেগেটিভ ফলাফল এলে তবেই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বিশ্বকাপেও একই নিয়ম বহাল রাখছে কর্তৃপক্ষ।

বুধবার (৬ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আবুধাবি স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি আরেফ আল আওয়ানি। বিশ্বকাপের মতো জাকজমকপূর্ণ আসর আয়োজন করতে উচ্ছ্বসিত তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে মোট ১৫টি ম্যাচ। আগামী ১৮ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যকার বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে আয়োজিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঘূর্ণিঝড়ে বিশ্বকাপ বাতিল করতে চেয়েছিল ওমান!

ঘূর্ণিঝড়ে বিশ্বকাপ বাতিল করতে চেয়েছিল ওমান!

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, স্কোয়াডে বড় ভাই